ঢাকা বৃহস্পতিবার, ০৬ নভেম্বর, ২০২৫

মান্দায় বাড়ির আঙিনায় গাঁজা চাষ, গ্রেপ্তার ১

মান্দা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ৬, ২০২৫, ০৮:৪১ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

নওগাঁর মান্দায় বসতবাড়িতে গাঁজা চাষের অভিযোগে স্বপন হোসেন (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার বাড়ির আঙিনা থেকে ছয়টি গাঁজার গাছ উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে তার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার স্বপন হোসেন উপজেলার কুসুম্বা ইউনিয়নের বড়পই পশ্চিমপাড়া গ্রামের হারুনুর রশীদের ছেলে।

গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে মান্দা থানা পুলিশ তার বাড়িতে অভিযান চালায়।

পুলিশ জানায়, স্বপন হোসেন দীর্ঘদিন ধরে নিজ বসতবাড়ির আঙিনায় গাঁজার চাষ করে আসছিলেন। অভিযানকালে উদ্ধার করা গাঁজার গাছগুলোর ওজন ২৫ কেজি।

মান্দা থানার ওসি আবু রায়হান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে থানার উপপরিদর্শক (এসআই) সুজন খানের নেতৃত্বে অভিযান চালিয়ে গাঁজার গাছসহ স্বপন হোসেনকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।