আগামী ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল হতে পারে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট ভেন্যু ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) কয়েক দিনের মধ্যে টুর্নামেন্টের চূড়ান্ত সূচি প্রকাশ করবে। ইতোমধ্যে ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই) খসড়া সূচি জমা দিয়েছে আইসিসির কাছে।
ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, এবারের বিশ্বকাপ সীমিত সংখ্যক শহরে অনুষ্ঠিত হবে। প্রতিটি ভেন্যুতে অন্তত ছয়টি ম্যাচ আয়োজন করা হবে।
চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে আহমেদাবাদ, দিল্লি, কলকাতা, চেন্নাই ও মুম্বাই। এ ছাড়া শ্রীলঙ্কার তিনটি মাঠেও অনুষ্ঠিত হবে কিছু ম্যাচ।
যৌথ আয়োজনে (ভারত ও শ্রীলঙ্কা) অনুষ্ঠিত হবে টুর্নামেন্ট। তবে বেঙ্গালুরু ও লখনৌর স্টেডিয়াম এ তালিকায় থাকছে কি না তা এখনো নিশ্চিত নয়। নারী ওয়ানডে বিশ্বকাপের কারণে গৌহাটি, বিশাখাপত্তনম, ইন্দোর ও নবি মুম্বাই এবার বাদ পড়েছে।
ভারত-পাকিস্তান ম্যাচ অনুষ্ঠিত হবে নিরপেক্ষ ভেন্যুতে, কলম্বোতে। শ্রীলঙ্কা সেমিফাইনালে উঠলে তাদের ম্যাচ হবে কলম্বোতে আর পাকিস্তান ফাইনালে উঠলে ম্যাচ হবে নিরপেক্ষ স্থানে।
টুর্নামেন্ট শুরু হবে ৭ ফেব্রুয়ারি এবং ফাইনাল হবে ৮ মার্চ। ২০টি দল চারটি গ্রুপে ভাগ হয়ে মূল পর্বে খেলবে। গ্রুপ পর্ব শেষে ৮ দল উঠবে সুপার এইটে। এর পর সেমিফাইনাল ও ফাইনাল মিলিয়ে অনুষ্ঠিত হবে মোট ৫৫টি ম্যাচ।



