আগামী বিপিএল মৌসুমকে সামনে রেখে অংশগ্রহণকারী পাঁচটি ফ্র্যাঞ্চাইজি দল তাদের প্রস্তুতি শুরু করেছে। খেলোয়াড় নির্বাচনের আগে তারা তারকা ক্রিকেটারদের দলে টানতে ব্যস্ত সময় পার করছে। সেই ধারাবাহিকতায় জাতীয় দলের তরুণ ওপেনার তানজিদ হাসান তামিমকে দলে ভিড়িয়েছে রাজশাহী ফ্র্যাঞ্চাইজি।
বাংলাদেশ জার্সিতে এখন পর্যন্ত ৪২টি টি-টোয়েন্টি ম্যাচে ১২৮ স্ট্রাইকরেটে ১০৫৬ রান করেছেন তামিম। বিপিএলে তার পারফরম্যান্স আরও নজরকাড়া, ২৬ ইনিংসে তিন দলের হয়ে ৮৮০ রান করেছেন ১৩৭ স্ট্রাইকরেটে।
সর্বশেষ মৌসুমে ঢাকার হয়ে খেলায় ১৪০-এর বেশি স্ট্রাইক রেটে ১২ ম্যাচে গড়ে ৪৪ রান করে ৪৮৫ রান করেছেন তিনি।
ফ্র্যাঞ্চাইজির মালিকানার দিকেও এসেছে নতুন রূপান্তর। রংপুর রাইডার্সের মালিকানা পেয়েছে বসুন্ধরা গ্রুপের টগি স্পোর্টস, চট্টগ্রাম পেয়েছে ট্রায়াঙ্গাল সার্ভিস, রাজশাহী পেল নাবিল গ্রুপ, সিলেটের মালিকানা হয়েছে ক্রিকেট উইথ সামি, আর ঢাকা ফ্র্যাঞ্চাইজির দায়িত্বে এসেছে চ্যাম্পিয়ন স্পোর্টস।
গত মৌসুমের রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস নাম অপরিবর্তিত থাকলেও চট্টগ্রাম, সিলেট ও রাজশাহীর ফ্র্যাঞ্চাইজি নতুন ব্র্যান্ডিং নিয়েছে। চট্টগ্রামের দল এখন চট্টগ্রাম রয়্যালস, সিলেট খেলবে সিলেট টাইটান্স আর রাজশাহী অংশ নেবে রাজশাহী ওয়ারিয়র্স নামে।
বিসিবি জানিয়েছে, আগামী ১৭ নভেম্বর অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট এবং দলগুলোকে নিয়ে প্রস্তুতি কাজ জোরেশোরে চলছে। দীর্ঘদিন ছয় ও সাত দলের ফরম্যাটে অভ্যস্ত বিপিএল এবার মাত্র পাঁচ ফ্র্যাঞ্চাইজি নিয়ে আয়োজন করা হবে।


