ঢাকা বৃহস্পতিবার, ০৬ নভেম্বর, ২০২৫

দুপচাঁচিয়া প্রেসক্লাবের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ৬, ২০২৫, ০৮:৩৭ পিএম
দুপচাঁচিয়ায় উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কেটে উদযাপন। ছবি- রূপালী বাংলাদেশ

দুপচাঁচিয়ায় উপজেলা প্রেসক্লাবের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কেটে আনন্দ উদযাপন করা হয়েছে। 

বৃহস্পতিবার (৬ নভেম্বর) ক্লাব কার্যালয়ে ক্লাবের সভাপতি আবু কালাম আজাদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গোলাম মুক্তাদির সবুজ ও সদস্য আজিজুল হকের পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খান। বিশেষ অতিথির বক্তব্য দেন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাসিরুল ইসলাম। আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন: সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনিছুল ইসলাম লিটন, দুপচাঁচিয়া প্রেসক্লাবের সভাপতি গোলাম ফারুক ও সাধারণ সম্পাদক কে এম বেলাল হোসেন, সাংবাদিক ও নিউ মার্কেটের স্বত্বাধিকারী আলহাজ্ব শামসুদ্দিন আহমেদ, সাংবাদিক আখতারুজ্জামান তুহিন, কাবের যুগ্ম সাধারণ সম্পাদক আবু রায়হান এবং সদস্য আবু আব্দুল্লাহ প্রিন্স।

এ সময় ক্লাবের কোষাধ্যক্ষ খাইরুল ইসলাম দেওয়ান, সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল চক্রবর্তী শিশির, প্রচার ও প্রকাশনা সম্পাদক আরিফুল ইসলাম, সদস্য কামরুল হাসান লিটন, অরবিন্দ কুমার দাস, আবু রায়হান চৌধুরী, বেলাল হোসেন, কুতুবুল আলম উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে প্রেসক্লাবের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে উদযাপন করা হয়।