ডাক বিভাগের ডিজিটাল আর্থিক সেবা প্রতিষ্ঠান ‘নগদ’-এর মালিকানা বিক্রির প্রক্রিয়া আপাতত বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন চেম্বার জজ আদালত।
বিচারপতি মো. রেজাউল হক বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) এক আদেশে এই সিদ্ধান্ত দেন।
আদালতের নির্দেশ অনুযায়ী, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এবং বাংলাদেশ ব্যাংক এখন নগদ বিক্রি বা বিনিয়োগ সংগ্রহ সংক্রান্ত কোনো কার্যক্রম এগোতে পারবে না।
আদালত জানিয়েছে, প্রশাসক নিয়োগের বৈধতা সম্পর্কে চূড়ান্ত শুনানি না হওয়া পর্যন্ত সরকারের হাতে নগদের মালিকানা নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই। পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে ২৬ অক্টোবর।
নগদের পক্ষে আইনজীবী ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির বলেন, ‘যেখানে মালিকানা ও পরিচালনা নিয়ে জটিলতা এখনও নিষ্পত্তি হয়নি, সেখানে বিক্রি করার চেষ্টা সম্পূর্ণ অবৈধ। আদালত আমাদের আর্জি শুনে ন্যায়ের প্রতিফলন ঘটিয়েছেন।’
সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক নগদ গ্রাহক আদালতের রায়কে স্বাগত জানিয়েছেন। কেউ বলেছেন, ‘জনগণের অর্থ নিয়ে সরকারের একচেটিয়া খেলা বন্ধ করে দিয়েছেন আদালত।’
গত ৩১ আগস্ট বিডা নগদের জন্য কৌশলগত অংশীদার খুঁজতে বিজ্ঞাপন দেয় এবং আর্থিক পরামর্শক নিয়োগের পরিকল্পনা নেয়। তবে এই উদ্যোগ চ্যালেঞ্জ করে নগদের নির্বাহী পরিচালক মো. সাফায়েত আলম আদালতের আশ্রয় নেন।
শুনানিতে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিক আর হক। নগদের পক্ষে অংশ নেন ব্যারিস্টার মুহাম্মদ জমিরউদ্দিন সরকার, অ্যাডভোকেট জায়নুল আবেদিন, ব্যারিস্টার মুস্তাফিজুর রহমান খান ও ব্যারিস্টার নওশাদ জমিরসহ আরও কয়েকজন।