ঢাকা শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫

সংকট নিরসনে ‘মাথা ঠান্ডা রাখার’ আহ্বান মান্নার

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২৫, ০১:৫৬ এএম
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। ছবি- সংগৃহীত

দেশে চলমান রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে রাজনৈতিক দলগুলোর প্রতি ধৈর্য ও সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

তিনি বলেছেন, বর্তমান সংকট থেকে উত্তরণের জন্য দলগুলোর সমঝোতা–ভিত্তিক পথ খুঁজে বের করা জরুরি। একে অপরকে হুমকি–ধামকি দিলে পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে উঠবে এবং তাতে ‘অন্ধকারের শক্তি’ সক্রিয় হওয়ার ঝুঁকি সৃষ্টি হবে।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) নাগরিক ঐক্য আয়োজিত এক আলোচনা সভায় এসব মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, সম্প্রতি এনসিপি অভিযোগ করেছে—সরকার তাদের সঙ্গে প্রতারণা করেছে। এখন বিএনপিও একই অভিযোগ তুলছে। ফলে সরকার আজ প্রতারণার কাঠগড়ায়।

গণভোট সংক্রান্ত সংস্কার প্রস্তাব প্রসঙ্গে তিনি বলেন, সবার প্রত্যাশা ছিল—নোট অব ডিসেন্ট বা ভিন্নমতসহ প্রস্তাবসমূহ গণভোটে যাবে। কিন্তু সুপারিশে তা বাদ দিয়ে ঐকমত্য কমিশন ‘বাজে কাজ’ করেছে বলে মন্তব্য করেন তিনি।

দুই মাস পর সম্ভাব্য নির্বাচন অনুষ্ঠিত হলে বর্তমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের আর পাওয়া যাবে না উল্লেখ করে মান্না বলেন, উপদেষ্টারা নিজেরাও দ্রুত বিদায় চান। এখন দায়িত্ব রাজনৈতিক দলগুলোর—তাদেরই বুদ্ধিমত্তার পরিচয় দেয়ার সময়।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ূম, জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, এনসিপির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী প্রমুখ।