নভেম্বরে গণভোটসহ পাঁচ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে নির্বাচন কমিশনের (ইসি) বরাবর স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। স্মারকলিপি প্রদানের আগে দলটি রাজধানীর আগারগাঁও মেট্রোরেল স্টেশন এলাকায় সংক্ষিপ্ত সমাবেশ করে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত এই সংক্ষিপ্ত সমাবেশে জামায়াতের নেতারা তাদের দাবির পক্ষে বক্তব্য রাখেন। পরে ১২টার দিকে সেখান থেকে একটি পদযাত্রা বের হয়ে নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে অবস্থান নেয়।
সমাবেশ ও স্মারকলিপি প্রদান কর্মসূচিতে নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন এবং ঢাকা মহানগর উত্তর জামায়াতের সেক্রেটারি ড. রেজাউল করিমসহ অন্য নেতৃবৃন্দ।
এর আগে ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ নেজামে ইসলামী পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, জাগপা এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) পৃথক মিছিল নিয়ে নির্বাচন কমিশনের সামনে অবস্থান নেয়। পরে এসব দলের প্রতিনিধিরা নির্বাচন কমিশনে প্রবেশ করে স্মারকলিপি জমা দেন।
জামায়াত নেতারা বলেন, তাদের পাঁচ দফা দাবির মধ্যে অন্যতম হলো- নভেম্বরে গণভোট আয়োজন, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন, রাজনৈতিক দলের সমান সুযোগ নিশ্চিত করা, সংবিধান সংস্কার উদ্যোগ নেওয়া এবং জনগণের মতামতের ভিত্তিতে জাতীয় ঐক্য গঠন।


