ঐক্যবদ্ধ থাকলে বিএনপিকে কোনো শক্তিই পরাজিত করতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মো. রেজাউল করিম।
তিনি বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অনেক মনোনয়নপ্রত্যাশী মাঠে কাজ করছেন। কিন্তু কেউ কেউ ঈর্ষান্বিত হয়ে একে অপরের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। এতে করে বিএনপি দুর্বল হয়ে পড়ছে এবং নেতাকর্মীরা পক্ষে-বিপক্ষে বিভক্ত হচ্ছেন। তাই এখনই আমাদের মধ্যে ঐক্য গড়ে তোলা জরুরি।’
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে কাঁচপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মো. রেজাউল করিম। সভাটি অনুষ্ঠিত হয় কাঁচপুর এলাকায়।
অধ্যাপক রেজাউল করিম আরও বলেন, “নারায়ণগঞ্জ-৩ আসনে অনেকেই বিএনপির মনোনয়ন প্রত্যাশী। কিন্তু সবাই বিএনপির ‘ধানের শীষ’ প্রতীকের পক্ষেই মাঠে কাজ করছেন, উঠান বৈঠক করছেন, জনসভা করছেন। কেউ অন্য কোনো প্রতীকের জন্য কাজ করছেন না। তাহলে আমাদের মধ্যে অনৈক্য কেন থাকবে? আসুন, সবাই ঐক্যবদ্ধভাবে দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করি।”
সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালাউদ্দিন সালু।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন— সোনারগাঁ উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার আবু জাফর, উপজেলা বিএনপির সহসভাপতি শফিউদ্দিন ভূঁইয়া, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক নুরে ইয়াসিন নোবেল, মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি খোরশেদ আলম, পিরোজপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক আতাউর রহমান প্রমুখ।


