ঢাকা বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫

নিজের পেটে নিজেই ছুরিকাঘাত, গুরুতর আহত বৃদ্ধ

মেডিকেল প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২৫, ০৯:০১ পিএম
ছবি- সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ী, শনির আখড়ার গোবিন্দপুর এলাকার এক বৃদ্ধ মো. নুর মোহাম্মদ (৭০) নিজের পেটে ছুরিকাঘাত করে গুরুতর আহত হয়েছেন।

ঘটনা বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেল ৩টার দিকে তার নিজ বাসায় ঘটে।

আহতাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আহতের ছেলে মো. মনিরুজ্জামান জানান, আমার বাবা মানসিক রোগী। বিকেল ৩টার দিকে তিনি নিজের রুমে থাকা ধারালো ছুরি দিয়ে নিজের পেটে আঘাত করেন। আমরা দেখতে পেয়ে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢামেকে নিয়ে আসি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, এটি মানসিক সমস্যার কারণে সংঘটিত একটি দুর্ঘটনা। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।