ব্রাহ্মণবাড়িয়ার সদর বড় হুজুর বাড়ি দারুন নাজাত মহিলা মাদ্রাসায় বিদ্যুতের ট্রান্সমিটার বিস্ফোরণে আট শিক্ষার্থী দগ্ধ হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) মধ্যরাতে দগ্ধ অবস্থায় তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
দগ্ধরা হলো, সাদিয়া আক্তার (১২), রুবাইয়া আক্তার (৯), তুইবা (৬), আয়মান (৬), নুসরাত (১০), আলেয়া (৩০), রওজা (১৩) ও আফরিন (১৩)।
দগ্ধ সাদিয়ার বাবা মো. আবু সাঈদ জানান, আমরা জানতে পারি বুধবার বিকেলের দিকে মাদ্রাসার পাশে ট্রান্সমিটার হঠাৎ বিস্ফোরণ হয়। পরে আগুনের ফুলকি মাদ্রাসার চতুর্থতলার ভেতর ঢুকে গেলে আগুনে দগ্ধ হয় শিক্ষার্থীরা। পরে দগ্ধ অবস্থায় সবাইকে উদ্ধার করে জাতীয় বার্নের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, ব্রাহ্মণবাড়িয়া থেকে ট্রান্সফরমার বিস্ফোরণ হয়ে ৮ মাদ্রাসা শিক্ষার্থী এসেছে। তাদের মধ্যে, সাদিয়ার ১৩ শতাংশ, রুবাইয়ার ৫ শতাংশ, আয়মানের ২ শতাংশ, নুসরাতের ৩ শতাংশ, তুইবার ৩ শতাংশ, রওজার ৩ শতাংশ, আলেয়ার ১৪ শতাংশ ও আফরিন ৫ শতাংশ দগ্ধ হয়েছে। ৫ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ৩ জনকে জরুরি বিভাগের অবজারভেশনে রাখা হয়েছে।

