ঢাকা বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫

ময়মনসিংহে ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু, ভর্তি ৭১

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২৫, ০১:১০ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে রমজান আলী (৫০) নামে একজন মারা গেছে। হাসপাতালে ভর্তি আছে আক্রান্ত আরও ৭১ জন।

মৃত রমজান আলী জেলার গৌরীপুর উপজেলার বোকাইনগর এলাকার রুস্তম আলীর ছেলে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. মো. মাইন উদ্দিন বলেন, রমজান আলী গত ২৮ অক্টোবর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৯ অক্টোবর সকাল ১০টার দিকে মারা যান তিনি।

তিনি আরও বলেন, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৯ জন ভর্তি হয়েছেন। ছাড়পত্র নিয়েছেন ৩ জন। হাসপাতালে বর্তমানে ভর্তি আছেন ৭১ জন। এর মাঝে পুরুষ ৫৭ জন, নারী ১২ জন ও শিশু ২ জন।