ঢাকা বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫

পিস্তলের লাইসেন্স নবায়নে এসে গণজাগরণ মঞ্চের নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২৫, ০৬:২৮ পিএম
আবুল কালাম আজাদ।

ময়মনসিংহের ভালুকায় পিস্তলের লাইসেন্স নবায়ন করতে এসে গণজাগরণ মঞ্চের নেতা আবুল কালাম আজাদ (৭৫)-কে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে ভালুকা মডেল থানা ভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার বাশিল গ্রামের মৃত মৌলভী হাবিবুল্লাহ মাস্টারের ছেলে।

সূত্র জানায়, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে গঠিত গণজাগরণ মঞ্চের প্রথম সারির নেতা ছিলেন আবুল কালাম আজাদ। আন্দোলন চলাকালে তিনি শাহবাগে গণজাগরণ মঞ্চের পক্ষে দাঁড়িয়ে জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লা, মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীসহ বিভিন্ন নেতার বিরুদ্ধে জ্বালাময়ী বক্তব্য দেন।

দুপুরে আবুল কালাম আজাদ তার ব্যক্তিগত পিস্তলের স্থগিত লাইসেন্স নবায়নের জন্য থানায় আসেন। বিষয়টি জামায়াত-শিবিরের কয়েকজন নেতাকর্মী জানতে পেরে থানায় গিয়ে তাকে শনাক্ত করেন। পরে তারা থানার অফিসার ইনচার্জকে অবহিত করলে পুলিশ আজাদকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে ভালুকা উপজেলা জামায়াত আমির সাইফুল্লাহ পাঠান ফজলু বলেন, ‘আমাদের নেতারা ছিলেন নির্দোষ। তাদের বিরুদ্ধে মিথ্যা আন্দোলন করে সাজানো ট্রাইব্যুনাল গঠন করে শহীদ করা হয়েছে। এ দোসরকে পুলিশ গ্রেপ্তার করেছে, এজন্য দলের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি।’

ভালুকা মডেল থানার ওসি হুমায়ুন কবির বলেন, ‘রাজনৈতিক মামলার অজ্ঞাতনামা আসামি গণজাগরণ মঞ্চের নেতা আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।’