চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার উত্তর বাইপাস এলাকায় ‘ভাবির হোটেল’ নামের একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফখরুল ইসলামের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।
ইউএনও ফখরুল ইসলাম জানান, ওই হোটেলে লাইসেন্স ছাড়া নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি, দই ও ঘি তৈরি করা হচ্ছিল। এতে ভোক্তাদের স্বাস্থ্যের ঝুঁকি ছিল। এই অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরও বলেন, নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।


