ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার রায়হান জামিল (৩৫), যিনি ফরিদপুর-৪ আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে চান। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ভাঙ্গা উপজেলার বিভিন্ন গ্রামের ১০০ জনকে ১ টাকায় এক কেজি করে গরুর মাংস বিতরণ করেন।
এর আগেও তিনি নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে ১৭ সেপ্টেম্বর সদরপুরের বিশ্ব জাকের মঞ্জিল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ১০ টাকায় ইলিশ বিতরণের আয়োজন করেছিলেন। কিন্তু দুই হাজারের বেশি মানুষের মধ্যে মাত্র ৬০০ পিস ইলিশ পৌঁছায়, ফলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছিল।
জানা যায়, গরুর মাংস বিতরণে রায়হান জামিল আগেই নির্বাচিত ১০০ জনকে কুপন দিয়ে নিশ্চিত করেছিলেন। বিতরণ কার্যক্রমে নিজ হাতে মাংস পৌঁছে দিয়েছেন এবং চলার পথে ভ্যানচালক ও রিকশাচালকদেরও অংশ দেওয়া হয়েছে। পুরো আয়োজনটি তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে প্রচার করা হয়েছে, যেখানে তিনি নিজস্ব ছবি সংবলিত ব্যাগ ও টি-শার্ট ব্যবহার করেছেন।
ভাঙ্গা উপজেলার ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভা মিলিয়ে দুই শতাধিক গ্রামের মধ্যে এই সুযোগ পাওয়া মানুষকে নির্বাচনি প্রচারণার কৌশল হিসেবে দেখা হচ্ছে।
রায়হান জামিল বলেন, ‘মোট ১০০ জনকে এক কেজি করে মাংস দেওয়া হয়েছে এবং প্রত্যেকের বাড়িতে পৌঁছে দিয়েছি। এই আয়োজনের মাধ্যমে মানুষের সঙ্গে যোগাযোগ বাড়ানো হয়েছে।’
-20251030213733.webp)

