চুয়াডাঙ্গার দর্শনায় অভিযান চালিয়ে প্রায় ৬ কেজি ভারতীয় দানাদার রুপা উদ্ধার করেছে বিজিবি-৬ ব্যাটালিয়নের সদস্যরা। এ সময় চোরাকারবারিদের ফেলে যাওয়া একটি মোটরসাইকেলও জব্দ করেছে বিজিবি।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে দর্শনা থানাধীন রুদ্রনগর এলাকায় অভিযান চালিয়ে এই রুপা উদ্ধার করা হয়।
রাতে সংবাদ মাধ্যমে পাঠা
এ সময় রুদ্রনগর মাথাভাঙ্গা নদী সংলগ্ন পাকা রাস্তা দিয়ে দুই ব্যক্তি মোটরসাইকেলযোগে সীমান্তের দিকে যেতে দেখলে তাদের থামার সংকেত দেওয়া হয়। বিজিবির সংকেত দেখে ওই দুই মোটরসাইকেল আরোহী পালিয়ে যান।
পরে আভিযানিক দলটি মোটরসাইকেল তল্লাশি করলে তেলের ট্যাংকারে বিশেষভাবে লুকানো ৫ কেজি ৯১২ গ্রাম ভারতীয় রুপা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোটরসাইকেল ও রুপার আনুমানিক বাজার মূল্য ২৩ লাখ ১ হাজার ৯৬৮ টাকা।
এ ঘটনায় হাবিলদার মিজানুর রহমান বাদী হয়ে দুই জনকে অজ্ঞাত আসামি করে দর্শনা থানায় মামলা দায়ের করেছেন। উদ্ধারকৃত রুপাগুলো চুয়াডাঙ্গা ট্রেজারিতে জমা দেওয়ার বিষয়টি বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।

