চট্টগ্রামের চন্দনাইশে চুরি হওয়া ৪ গরুসহ সংঘবদ্ধ চোরচক্রের আবদুল মাবুদ (৬০) নামে এক সদস্যকে আটক করেছে চন্দনাইশ থানা পুলিশ।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দিবাগত রাতে চন্দনাইশ থানার ওসি গোলাম সারোয়ারের নেতৃত্বে অভিযান পরিচালনা করে উপজেলার দোহাজারী পৌরসভার জামিরজুরী এলাকা থেকে গরুসহ তাকে আটক করা হয়।
আটক আবদুল মাবুদ (৬০) চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার ৭ নং ওয়ার্ড, পূর্ব দোহাজারী জামাল মেম্বারের বাড়ি এলাকার মৃত কবির আহম্মদের ছেলে।
পুলিশ জানায়, গত ২৯ অক্টোবর রাত ১১টা থেকে ৩০ অক্টোবর রাত ২টার মধ্যে চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার জামিরজুরী এলাকার মাহমুদুল হক রিয়াদ (৩৫)-এর মালিকানাধীন গরুর খামার থেকে ৪টি গরু চুরি করে নিয়ে যান সংঘবদ্ধ চোরচক্রের সদস্য আবদুল মাবুদ (৬০) ও মো. সেলিম (৫০)-সহ অজ্ঞাতনামা ৭-৮ জন।
গরু চুরির বিষয়টি থানা পুলিশকে জানালে চন্দনাইশ থানার ওসি গোলাম সারোয়ারের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় জামিরজুরী এলাকা থেকে চোরাইকৃত ৪টি গরু উদ্ধার করা হয় এবং চোর আবদুল মাবুদকে (৬০) আটক করা হয়।
আটক আবদুল মাবুদ ও মো. সেলিমের বিরুদ্ধে এর আগেও অস্ত্র, ডাকাতিসহ চুরির একাধিক মামলা রয়েছে। নতুন করে আবদুল মাবুদ, মো. সেলিম এবং অজ্ঞাতনামা ৭-৮ জনের বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করা হয়। আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
চন্দনাইশ থানার ওসি গোলাম সারোয়ার বলেন, ‘চোরাইকৃত ৪ গরুসহ আটক চক্রের সদস্যের বিরুদ্ধে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। চন্দনাইশে গরু চুরি ঠেকাতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।’



