ঢাকা শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫

জেমিমার সেঞ্চুরিতে বিশ্বকাপের ফাইনালে ভারত

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২৫, ১২:০৩ এএম
ভারত নারী ক্রিকেট দল। ছবি- আইসিসি

নারী ওয়ানডে বিশ্বকাপে রোমাঞ্চে ভরপুর দ্বিতীয় সেমিফাইনালে অবিশ্বাস্য এক জয় তুলে নিয়েছে ভারত। বিশাল লক্ষ্য তাড়া করে বিশ্বকাপে নতুন ইতিহাস গড়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছেন হারমানপ্রীত কৌরের দল।

৩৩৮ রানের পাহাড়চূড়া স্কোর ৯ বল ও ৫ উইকেট হাতে রেখেই পেরিয়ে যায় ভারতীয় মেয়েরা। এতে প্রথম পর্বে অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদেরই গড়া রান চেজের রেকর্ড তারা ভেঙে দেয় এদিন।

আগামী রোববার একই ভেন্যু নাবি মুম্বাইয়ে শিরোপা লড়াইয়ে ভারতের প্রতিপক্ষ প্রথমবারের মতো ফাইনালে ওঠা দক্ষিণ আফ্রিকা।

টসে জিতে ব্যাটিংয়ে নেমে ওপেনার ফিবি লিচফিল্ডের দুর্দান্ত সেঞ্চুরি (৯৩ বলে ১১৯ রান) ভর করে ৭ বারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া তোলে ৩৩৮ রান। এছাড়া এলিস পেরির ৮৮ বলে ৭৭ ও অ্যাশলেই গার্ডনারের ৪৫ বলে ৬৩ রান বড় স্কোর গড়ায় ভূমিকা রাখে।

ভারতের পক্ষে শ্রী চরণি ও দিপ্তি শর্মা দুটি করে উইকেট নেন। ক্রান্তি কৌর, আমনজোত কৌর ও রাধা যাদবের ঝুলিতে ছিল একটি করে উইকেট।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে দ্রুতই চাপে পড়ে ভারত। দলীয় ১৩ রানে সাজঘরে ফেরেন ওপেনার শেফালি বর্মা। এরপর ২৯ রানে থামেন স্মৃতি মান্ধানা। তবে তৃতীয় উইকেট জুটিতে ব্যাট হাতে জ্বলে ওঠেন জেমিমা রদ্রিগেজ ও অধিনায়ক হারমানপ্রীত কৌর। দুজনের ১৬৭ রানের জুটি ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।

হারমানপ্রীত ৮৮ বলে ১০ চার ও ২ ছয়ে ৮৯ রান করে আউট হলেও আগ্রাসী ব্যাটিংয়ে দলকে এগিয়ে নেন জেমিমা।

শেষ পর্যন্ত অপরাজিত থেকে ম্যাচ জিতে মাঠ ছাড়েন ২৪ বছর বয়সী জেমিমা রদ্রিগেজ। ১৩৪ বলে ১৪ চারসহ ১২৭ রানের অসাধারণ ইনিংস খেলেন তিনি।

শেষ দিকে দিপ্তি শর্মা (২৪), রিচা ঘোষ (২৬) ও আমানজোত কৌরের (১৫*) ছোট ছোট ইনিংস সুপার ফিনিশিংয়ে বড় ভূমিকা রাখে।

৪৮.৩ ওভারেই ৩৪১ রান তুলে ৫ উইকেটে ম্যাচ জিতে ভারতের মেয়েরা নিশ্চিত করে ফাইনাল।