নারী ক্রিকেট ইতিহাসের এক অবিস্মরণীয় রাতে নবি মুম্বাইয়ে রেকর্ড রান তাড়া করে অস্ট্রেলিয়াকে বিদায় করে বিশ্বকাপের ফাইনালে উঠেছে ভারত। এই ম্যাচে অপরাজিত দুর্দান্ত সেঞ্চুরি করে নায়িকা হয়ে উঠেছেন জেমিমাহ রদ্রিগেজ।
৩৩৯ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে দুই ওপেনার দ্রুত ফিরলেও তিন নম্বরে নেমে একাই দাঁড়িয়ে থাকেন জেমিমাহ। ১৩৪ বল মোকাবেলায় ১২৭* রানে অপরাজিত থেকে দলকে পাঁচ উইকেট ও নয় বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে দেন তিনি।
ম্যাচসেরা পুরস্কার গ্রহণের সময় আবেগাপ্লুত কণ্ঠে জেমিমাহ বলেন, আজ আমার ৫০ বা ১০০ নিয়ে ভাবিনি, শুধু ভারতকে জেতানোর কথাই মাথায় ছিল। গত এক মাস খুব কঠিন ছিল, মানসিকভাবে ভেঙে পড়েছিলাম। ঈশ্বর সব ঠিক করে দিয়েছেন।
ইংল্যান্ডের বিপক্ষে আগের ম্যাচে বাদ পড়ার হতাশা নিয়েও কথা বলেন তিনি। প্রায় প্রতিদিনই কেঁদেছি। আমি শুধু উপস্থিত থাকতে চেয়েছি, বাকিটা ঈশ্বর সামলে দিয়েছেন।
চাপের মাঝে নিজের সঙ্গে কথা বলে ব্যাটিং করেছেন জেমিমা। শেষের দিকে ক্লান্তিতে হাঁসফাঁস করা অবস্থায় বাইবেলের উদ্ধৃতি মনে করে শক্তি পেয়েছেন বলেও জানান তিনি।
ম্যাচ শেষে ক্যাপ্টেন হরমনপ্রীত কৌরও জেমিমার ব্যাটিংয়ের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, জেমিমাহ সবসময় হিসাব করে খেলে এবং দায়িত্ব নিতে পছন্দ করে। আজ সে নিজেকে প্রমাণ করেছে।


