জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সবসময় বলে আসছে—নির্বাচনী প্রতীকে শাপলার কোনও বিকল্প নেই। বিকল্প থাকলেও তা শাপলার ধরন ও গঠন থেকে বিচ্ছিন্ন হতে পারে না বলে দাবি করেছেন দলের সদস্য সচিব আখতার হোসেন।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
ফেসবুক পোস্টে আখতার হোসেন লেখেন, এনসিপি দীর্ঘদিন ধরে দাবি করে এসেছে যে শাপলার ভেতর থেকেই প্রয়োজনীয় ডিজাইন–অপশন তুলে ধরা সম্ভব।
এই ধারণার অংশ হিসেবে দলটির পক্ষ থেকে বিভিন্ন আকৃতির শাপলার নকশা নির্বাচন কমিশনে জমাও দেওয়া হয়েছে।
তিনি বলেন, নির্বাচন কমিশন শাপলার ভেতর থেকেই শাপলা কলিকে বিকল্প হিসেবে হাজির করেছে। শাপলার বিকল্প হিসেবে শাপলা কলি কেমন দৃষ্টিনন্দন আকৃতির হলো, সেটা আমরা বুঝতে চাই।


