তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ১৪ রানে জয়লাভ করে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করল ক্যারিবিয়ানরা। সিরিজ বাঁচানোর ম্যাচে ১৫০ রানের জবাবে ব্যাট করতে নেমে ১৩৫ রানে গিয়ে থামে বাংলাদেশের ইনিংস।
আজ বুধবার (২৯ অক্টোবর) বাংলাদেশ সময় খেলাটি শুরু হয় সন্ধ্যা ৬টায়। এই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ।
আগে ব্যাট করে শাই হোপ ও আথানেজের ফিফটিতে ভর করে নির্ধারিত ২০ ওভারে ১৪৯ রান তুলতে সক্ষম হয় ক্যারিবিয়ানরা। তাদের দেওয়া এই টার্গেটের জবাবে ব্যাট করতে নেমে শুরুর ৪ ওভারে ব্যাটে বলে মিলাতে পারছিল না টাইগাররা।
দলীয় ১৩ রানে টাইগার ওপেনার সাইফের উইকেট হারিয়ে চাপে পড়া দলকে চাপমুক্ত করে লিটন-তামিমের জুটি। দলীয় ৪৮ রানে লিটনের উইকেট হারিয়ে আবার যখন চাপে পড়ে দল।
তখন তাওহিদ হৃদয়কে সাথে নিয়ে দলকে এগিয়ে নেওয়ার দায়িত্ব কাঁধে তুলে নেন টাইগার আরেক ওপেনার তানজিদ হাসান তামিম। দলীয় ৮৫ রানের মাথায় হৃদয় আউট হলেও একপাশ আগলে রাখেন তামিম।
হৃদয় আউট হয়ে সাজঘরে ফিরলে জাকেরকে সাথে নিয়ে দলকে জয়ের পথে রাখেন তামিম। ব্যাট হাতে তুলে নেন নিজের অর্ধশতকও। দলীয় ১১৭ রানের মাথায় ৪৮ বলে ব্যাক্তিগত ৬১ রানে তামিম আউট হলে ঘুরে যায় খেলার চিত্র।
তামিম আউট হলে বাংলাদেশের সমীকরণ গিয়ে দাঁড়ায় ১৭ বলে ৩৩ রান। ক্রিজে তখন জাকের আলী ও শামীম পাটোয়ারী। টি-টোয়েন্টি ক্রিকেটে ১৭ বলে ৩৩ রান তেমন কঠিন না। কিন্তু দলের নাম যখন বাংলাদেশ তখন তা জয় পাওয়া ভাগ্যের ব্যাপার।
এমন সমীকরণে ব্যাট হাতে ব্যর্থ হন ফিনিশাররা, দলীয় ১২৪ রানের মাথায় বিদায় নেন জাকের ও শামীম পাটোয়ারী। শেষদিকে তানজিম সাকিব ও রিশাদ চেষ্টা করওে পারেননি নাগালের কাছে পৌছাতেঁ।
শেষ পর্যন্ত ২০ ওভার ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ১৩৫ রানের বেশি করতে পারেনি লিটন দাসের দল। এতে করে ১৪ রানে ম্যাম জিতে নেয় ওয়েস্ট ইন্ডিস। এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজও নিজেদের করে নেয় ক্যারিবিয়ানরা।
ব্যাট হাতে বাংলাদেশের হয়ে ৪৮ বলে ৬১ রান করেন তামিম, ১৭ বলে ২৩ রান করেন লিটন দাস এবং ১৮ বলে ১৭ রান করেন জাকের আলী।
বল হাতে ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৩টি করে উইকেন নেন রোমারিও শেফার্ড ও আকিল হোসেন এবং ২টি উইকেট নেন জেসন হোল্ডার।




