ঢাকা বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫

৩৮ বছর বয়সে ওয়ানডে র‍্যাংকিংয়ের শীর্ষে রোহিত

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২৫, ০৫:৫৯ পিএম
রোহিত শর্মা। ছবি- সংগৃহীত

সদ্য সমাপ্ত অস্ট্রেলিয়া সিরিজে দুর্দান্ত ব্যাটিং নৈপুণ্য দেখিয়েছেন ভারতের সাবেক অধিনায়ক রোহিত শর্মা। সিরিজের দ্বিতীয় ম্যাচে অর্ধশতক ও তৃতীয় ম্যাচে সেঞ্চুরি করে দলকে জয়ের পথ দেখান তিনি।

তার ধারাবাহিক ব্যাটিংয়ের প্রতিফলন পড়েছে আইসিসি ওয়ানডে র‍্যাংকিংয়েও। সবচেয়ে বেশি বয়সে ওয়ানডে র‍্যাংকিংয়ের শীর্ষে ওঠা ব্যাটারদের তালিকায় এখন নাম লেখালেন রোহিত।

৩৮ বছর ১৮২ দিন বয়সে র‍্যাংকিংয়ের প্রথমস্থানে উঠে রোহিত ইতিহাস গড়েছেন। এর আগে ক্রিকেট বিশ্বে এই বয়সের পর শীর্ষে ওঠার নজির দেখা গেছে মাত্র একবার। ২০১১ সালে টেস্টে শীর্ষস্থান ধরে রেখে এই কীর্তি গড়েছিলেন কিংবদন্তি শচিন টেন্ডুলকার।

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে ব্যর্থ হলেও সিরিজজুড়ে তিন ম্যাচে রোহিতের সংগ্রহ ২০২ রান। শেষ ম্যাচের সেঞ্চুরিতে নিজের ধারাবাহিকতা প্রমাণের পাশাপাশি সিরিজ সেরা খেলোয়াড়ের পুরস্কারও জিতে নেন তিনি।

নতুন র‍্যাংকিংয়ে তার রেটিং পয়েন্ট দাঁড়িয়েছে ৭৮১। আফগানিস্তানের ইব্রাহিম জাদরান ৭৬৪ পয়েন্ট নিয়ে আছেন দ্বিতীয় স্থানে। তিনে নেমে গেছেন শুভমান গিল। ৬ নম্বরে আছেন বিরাট কোহলি, আর শেষ ম্যাচে না খেলেও ৯ নম্বরে উঠে এসেছেন শ্রেয়াস আইয়ার।

এদিকে ক্যারিয়ার সেরা রেটিং পয়েন্টের রেকর্ড অবশ্য ছুঁতে পারেননি রোহিত। ২০১৯ বিশ্বকাপের পর তার সর্বোচ্চ রেটিং দাঁড়িয়েছিল ৮৮২ পয়েন্টে।