কুড়িগ্রামের ফুলবাড়ীতে শাফিয়া বেগম (৪২) নামে নিখোঁজ এক গৃহবধূর মরদেহ বিল থেকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। তিনি উপজেলার দাসিয়ারছড়া সমন্বয়টারী এলাকার আফসার আলীর স্ত্রী।
মঙ্গলবার (২৮ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে তিনি বাড়ির সবার অগোচরে বের হয়ে আর ফেরেননি। নিখোঁজের পরে বুধবার সন্ধ্যায় বাড়ির পাশের বিল থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শাফিয়া বেগম দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। বিভিন্ন জায়গায় চিকিৎসা করার পরও তার কোনো অগ্রগতি হয়নি। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে যান। রাত থেকে পরিবারের লোকজন তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
একপর্যায়ে দাসিয়ারছড়া সমন্বয়টারী ধোঁপার কুরার (বিল) পাড়ে তার ব্যবহৃত জুতা পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে এলাকাবাসী বিলের পানিতে অনেক খুঁজে তাকে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। বিকেল সাড়ে ৫টার দিকে রংপুর থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ওই বিলে গিয়ে উদ্ধার অভিযান চালায়। উদ্ধার অভিযান শুরুর আধাঘণ্টা পরে বিল থেকে নিখোঁজ নারীর মরদেহ উদ্ধার করে ডুবুরি দল।
ফুলবাড়ী থানার ওসি শওকত আলী সরকার জানান, নিখোঁজ নারীর মরদেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

