ফরিদপুরের সালথায় স্থানীয় জনগণের চলাচলের জন্য গুরুত্বপূর্ণ একটি রাস্তা মেরামত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। দলটির মনোনীত ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা সোহরাব হোসেন এতে গুরুত্বপূর্ণ ভূমিকা পাল করেছেন।
বুধবার (২৯ অক্টোবর) দলটির সালথা উপজেলার শ্রম ও অর্থায়নের মাধ্যমে রাস্তার ভাঙা অংশটি মেরামত করে চলাচলযোগ্য করে তোলা হয়।
জানা যায়, সালথা উপজেলা সদর বাজার থেকে মাঝারদিয়া হয়ে নগরকান্দা যাওয়ার পাকা সড়কটি দীর্ঘদিন ধরে ভাঙা অবস্থায় ছিল। হরিনা গ্রামের পাশের অংশটি প্রায় ছয় মাস আগে ধসে গিয়ে বড় একটি গর্তের সৃষ্টি হয়। এ বছরের অতিবৃষ্টিতে ওই অংশ দিয়ে যানবাহন চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হওয়ার উপক্রম হয়। এতে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কৃষক, রোগী ও সাধারণ পথচারীরা চরম দুর্ভোগে পড়েন।
স্থানীয়দের অভিযোগ, জনপ্রতিনিধি কিংবা উপজেলা প্রশাসনের কেউই বিষয়টি নজরে নেননি। ফলে যাত্রীবাহী গাড়িগুলোকে বাধ্য হয়ে ভাঙা জায়গায় যাত্রী নামিয়ে রাস্তা পার করে পুনরায় উঠিয়ে নিতে হতো।
এ অবস্থায় স্থানীয়দের দাবির প্রেক্ষিতে সালথা উপজেলা জামায়াতে ইসলামী নেতা মো. ওয়ালিউজ্জামানের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে রাস্তাটি মেরামতের উদ্যোগ নেয়। পরবর্তীতে আজ (বুধবার) জামায়াতে ইসলামী সালথা উপজেলার শ্রম ও অর্থায়নের মাধ্যমে রাস্তার ভাঙা অংশটি মেরামত করে চলাচলযোগ্য করে তোলা হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, ‘আমরা অনেকবার জনপ্রতিনিধিদের জানিয়েছি, কিন্তু কেউ আসেননি। জামায়াতের ভাইয়েরা নিজেরাই এসে কাজটা করে দিয়েছেন— এজন্য আমরা কৃতজ্ঞ।’
এ বিষয়ে উপজেলা জামায়াত নেতা ওয়ালিউজ্জামান বলেন, ‘উপজেলা প্রশাসনকে বিষয়টি জানালে উপসহকারী প্রকৌশলী জানান, এলজিইডিতে এ রাস্তাটির জন্য কোনো বরাদ্দ নেই। তবে কিছু মহিলা শ্রমিক দিয়ে সহযোগিতার আশ্বাস দেন। তাই আমরা নিজেদের উদ্যোগে কাজটি সম্পন্ন করেছি।’
সালথা উপজেলা জামায়াতে ইসলামী আমির অধ্যাপক মাওলানা আবুল ফজল মুরাদ বলেন, ‘মাঝারদিয়া ইউনিয়নের সভাপতি ওয়ালিউজ্জামান বিষয়টি জানালে আমরা রাস্তাটি পরিদর্শন করি এবং জনগণের দুর্ভোগ বিবেচনা করে মেরামতের সিদ্ধান্ত নিই। এটি সম্পূর্ণ মানবিক দায়িত্ববোধ থেকে করা একটি উদ্যোগ।’
এ মানবিক পদক্ষেপের জন্য এলাকাবাসী জামায়াতে ইসলামী নেতাদের ধন্যবাদ জানিয়েছেন। তাদের মতে, রাজনৈতিক ভেদাভেদ ভুলে এভাবে সামাজিক উদ্যোগ নিলে সাধারণ মানুষই সবচেয়ে বেশি উপকৃত হবে।



