হবিগঞ্জের নবীগঞ্জে কাপড় ব্যবসায়ীর গাড়িতে ডাকাতির ঘটনায় দুই ডাকাতকে আটক করেছে র্যাব-৯।
মঙ্গলবার (২৮ অক্টোবর) ভোরে র্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি বিশেষ অভিযানিক দল চুনারুঘাটের উবাহাটা ইউনিয়নের নতুনব্রীজ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
মামলার তথ্য অনুযায়ী, গতকাল রাতে সিলেটের বিয়ানীবাজারের কাপড় ব্যবসায়ী মো. নিয়াজ উদ্দিন নরসিংদীর বাবুরহাট থেকে মালামাল ক্রয় করে ফেরার পথে নবীগঞ্জ থানাধীন সাতাইহাল এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে ডাকাতির শিকার হন। পাঁচজন সশস্ত্র ডাকাত তার গাড়ির সামনে পথরোধ করে, হাত ও চোখ বেঁধে মারধর করে নগদ অর্থ, মোবাইল ফোন ও কাপড়সহ প্রায় ৩ লাখ ২৮ হাজার ৬০০ টাকার মালামাল লুট করে পালিয়ে যায়।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা হলেন মিজানুর রহমান ওরফে রমজান (২৫) ও আসাদ মিয়া (৩৫)। তাদের নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার অন্যান্য পলাতক আসামির গ্রেপ্তারের জন্য র্যাবের গোয়েন্দা তৎপরতা চলছেই।
র্যাব সূত্রে জানা গেছে, তারা দেশের আইন-শৃঙ্খলা রক্ষায়, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, জঙ্গিবাদ ও ছিনতাই প্রতিরোধে কাজ করে যাচ্ছে।


