মার্কেন্টাইল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটে সম্প্রতি অনুষ্ঠিত হলো দিনব্যাপী ‘রিস্ক অ্যাওয়ারনেস প্রোগ্রাম’। এই প্রশিক্ষণ কর্মশালায় মার্কেন্টাইল ব্যাংকের বিভিন্ন শাখা ও বিভাগ থেকে ৪৮ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মার্কেন্টাইল ব্যাংকের ডিএমডি ও সিআরও মো. জাকির হোসেন। প্রধান অতিথি তার বক্তব্যে প্রশিক্ষণার্থীদের ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনাকে আরও শক্তিশালী করার আহ্বান জানান। তিনি আরও বলেন, ‘ব্যাংকে টেকসই উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করতে একটি কার্যকর ও প্রো-একটিভ রিস্ক কালচার গড়ে তোলা অত্যন্ত জরুরি।’

