ঢাকা বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫

টঙ্গীর শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট মৈত্রী শিল্পে দুদকের অভিযান

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২৫, ১১:০৮ পিএম
টঙ্গীর শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট মৈত্রী শিল্পে দুদকের অভিযান। ছবি- রূপালী বাংলাদেশ

গাজীপুর মহানগরীর টঙ্গীতে শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট মৈত্রী শিল্পের অফিসে দুর্নীতির অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) গাজীপুর কার্যালয়ের কর্মকর্তারা।

বুধবার (২৯ অক্টোবর) সকাল থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত টঙ্গীর নতুনবাজার এলাকায় মৈত্রী শিল্পের অফিসে এ অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে প্রতিষ্ঠানটিতে প্রতিবন্ধীদের দ্বারা উৎপাদিত বিভিন্ন পণ্য উৎপাদনস্থল সরেজমিনে পরিদর্শন করেন দুদক কর্মকর্তারা। তারা প্রতিটি মেশিনারির যন্ত্রাংশের ক্রয়মূল্য থেকে শুরু করে আয়-ব্যয়ের হিসাবপত্র যাচাই-বাছাই করেন।

গাজীপুর দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক এনামুল হক বলেন, ‘দরপত্র, কারখানায় যন্ত্রাংশ ক্রয়সহ কয়েকটি বিষয়ে বড় ধরনের অনিয়ম ও দুর্নীতির অভিযোগে আমরা অভিযান পরিচালনা করেছি। অভিযানে প্রতিটি স্থানে বড় ধরনের দুর্নীতির প্রমাণ পাওয়া গেছে। অনিয়মের আরও বেশ কিছু তথ্য ও কাগজপত্র আমাদের কাছে এসেছে। এসব তথ্য বিশ্লেষণ করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট মৈত্রী শিল্পের কারখানা ব্যবস্থাপক মোহাম্মদ মহসিন আলী বলেন, ‘প্রায় আট দিন পর আজ কারখানা চালু হয়েছে। দুর্নীতি দমন কমিশনের সদস্যরা কারখানা পরিদর্শন করেছেন। তারা আমাকে বেশ কিছু তথ্য জানতে চেয়ে জিজ্ঞাসাবাদ করেছেন। আমি যতটুকু জানি, ততটুকু জানিয়েছি।’