ঢাকা বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫

হাসিনা ও তার দোসরদের বিচার হবে প্রচলিত আইনে : খায়ের ভূঁইয়া

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২৫, ১১:৩০ পিএম
বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া। ছবি- রূপালী বাংলাদেশ

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া বলেছেন, হাসিনা ঘোষণা দিয়েছিলেন ২০৪১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকবেন। তবে জনগণ সময়মতো তাকে বিদায় দিয়েছে। বাংলার মানুষের রক্ত কখনো বৃথা যায়নি। ১৯৫২ থেকে ২০২৪ সাল পর্যন্ত রাজপথের আন্দোলন কখনো ব্যর্থ হয়নি। হাসিনা ও তার দোসরদের বিচার হবে প্রচলিত আইনে।

বুধবার (২৯ অক্টোবর) রাতে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার খাসেরহাট বাজারে বিএনপির জনসভায় তিনি এসব কথা বলেন। এতে প্রধান বক্তা ছিলেন রায়পুর উপজেলা বিএনপির সভাপতি জেডএম নাজমুল ইসলাম মিঠু।

খায়ের ভূঁইয়া আরও বলেন, ‘গত ১৮ বছর দেশের জন্য একটি কালো অধ্যায় ছিল। প্রধানমন্ত্রী ও তার পরিবার লুটপাট করেছেন, যা দেশের বর্তমান অবস্থা সৃষ্টি করেছে। আগামী ফেব্রুয়ারিতে রমজানের আগে দেশে নির্বাচন হবে। দেশের স্বাধীনতা, স্বার্থ ও মানুষের অধিকার রক্ষার জন্য আন্দোলন করতে গিয়ে খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে।’

সভায় উত্তর চরবংশী ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক আহম্মেদ কবিরাজ সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন রায়পুর পৌরসভা বিএনপি সভাপতি এবিএম জিলানী, সাবেক সদস্য সচিব শফিকুল আলম আলমাস, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার ফয়সাল, অ্যাডভোকেট খায়ের আলম, গাজী মোস্তফা কামাল, ইমাম হোসেন গাজী ও আরিফ মাহমুদ কবির।