টাঙ্গাইলের মধুপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম বাবলুকে আটক করেছে মধুপুর থানা পুলিশ। বুধবার (২৯ অক্টোবর) বুধবার দুপুরে ঢাকা থেকে মধুপুরে আসার পথে বাস থেকে নামার আগেই পুলিশের হাতে আটক হন তিনি।
মধুপুর থানার ওসি এমরানুল কবির বাবলুর আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি এমরানুল কবির জানান, বাসযোগে ঢাকা থেকে সাবেক এ ছাত্রনেতার মধুপুরে আসার খবর গোপনসূত্রে জেনে অভিযান চালানো হয়। মধুপুরের প্রবেশমুখ গাংগাইর রক্তিপাড়া অতিক্রমকালে পুলিশ তাকে আটক করে। মামলার আসামি হিসেবে আটক দেখিয়ে তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
আমিনুল ইসলাম বাবলু ২০০৫ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত মধুপুর উপজেলা ছাত্রলীগের প্রথমে সদস্য সচিব ও পরে সাধারণ সম্পাদক ছিলেন। তিনি মধুপুর উপজেলার পঁচিশা গ্রামের নুরুল হকের ছেলে।
এদিকে বাবলুর গ্রেপ্তারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ আইন প্রয়োগকারী সংস্থার পদক্ষেপকে স্বাগত জানালেও তার সমর্থকরা বিষয়টি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন।

