গণভোটের মাধ্যমেই জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে বলে মনে করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের সাবেক অধ্যাপক ড. দিলারা চৌধুরী। তিনি বলেন, ‘গণভোট ছাড়া জুলাই সনদ বাস্তবায়ন সম্ভব না। আর জুলাই সনদ বাস্তবায়ন না হলে নির্বাচনও ঝুলে যেতে পারে। এই অবস্থায় দলগুলোর অনৈক্যের মধ্যে সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে।’ বল এখন সরকারের কোর্টে মন্তব্য করে তিনি বলেন, ‘এই অবস্থায় সরকারের উচিত একটা সিদ্ধান্ত নিয়ে জুলাই সনদ বাস্তবায়ন করা। কারণ জুলাই সনদ বাস্তবায়ন না হলে এনসিপিসহ অনেকেই নির্বাচনে আসবে না বলে আগেই ঘোষণা দিয়েছে। এ জন্য সরকারকে গণভোটের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে।’
একই বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের সাবেক চেয়ারম্যান আবদুল লতিফ মাসুম বলেন, ‘বড় দলগুলোর বেশি দায়িত্ব থাকে। যেহেতু আগামী দিনে বিএনপি রাষ্ট্রক্ষমতায় যাওয়ার সম্ভাবনা বেশি, তাই তাদের দায়িত্বও বেশি। বিএনপি যেভাবে কড়া ভাষায় প্রতিক্রিয়া দেখাচ্ছে তাতে করে জনগণ হতাশ হচ্ছে। সবার মনে রাখতে হবে, ঐক্য ছাড়া কোনো বিকল্প নেই। সবাইকে এক জায়গায় আসতে হবে। তা না হলে পতিত স্বৈরাচার ফিরে আসার সম্ভাবনা তৈরি হবে। যেটা কারো জন্যই ভালো হবে না। পাশাপাশি সরকারকে কঠিন হয়ে দেশ ও জনগণের স্বার্থে একটা সিদ্ধান্ত নিতে হবে।’

