সরকারি কর্মচারীদের ঈদের বোনাস দ্বিগুণ করার দাবি জানিয়েছে বাংলাদেশ ফরেস্টার্স অ্যাসোসিয়েশন (বিএফএ)। গতকাল বুধবার সচিবালয়ে নবম জাতীয় পে-কমিশনের সঙ্গে মতবিনিময় সভায় ১৬ দফা দাবি সংবলিত প্রস্তাব তুলে ধরে সংগঠনটি।
ডিপ্লোমাধারী ফরেস্টারদের দশম গ্রেড ও দ্বিতীয় শ্রেণির মর্যাদা দাবি:
সভায় বিএফএ জানায়, বন অধিদপ্তরে কর্মরত ডিপ্লোমা ইন ফরেস্ট্রি ডিগ্রিধারী ফরেস্টারদের অন্যান্য টেকনিক্যাল ডিপ্লোমাধারীদের ন্যায় দশম গ্রেডে উন্নীত এবং দ্বিতীয় শ্রেণির কর্মকর্তার মর্যাদা দিতে হবে।
এ ছাড়া হাইকোর্টের (রিট নং ৭০০১/২০১৭) ও সুপ্রিম কোর্ট (সিভিল পিটিশন নং ২৭৩৬/২০২১) নির্দেশনা দ্রুত বাস্তবায়নের আহ্বান জানানো হয়।
বেতন-ভাতা কাঠামোতে বড় পরিবর্তনের প্রস্তাব:
বিএফএর প্রস্তাব অনুযায়ী, সর্বনি¤œ বেতন ৩৫,০০০ এবং সর্বোচ্চ ১,৪০,০০০ টাকা করা, বাড়িভাড়া ভাতা ৬০%, শিক্ষা ভাতা ২,০০০-৪,০০০, চিকিৎসা ভাতা ৫,০০০, টিফিন ভাতা ৩,০০০ এবং বৈশাখী ভাতা মূল বেতনের ১০০% নির্ধারণ, সবচেয়ে উল্লেখযোগ্য দাবি হলো ঈদ বোনাস মূল বেতনের ২০০% করা।
ঝুঁকি ভাতা ৫০% ও পেনশন ১০০% দাবি:
মাঠ পর্যায়ে দায়িত্ব পালনকারী বনকর্মীরা সংরক্ষিত বনভূমি রক্ষা, বন্যপ্রাণী অপরাধ দমন, কাঠ চোরাচালান প্রতিরোধসহ নানা জীবন ঝুঁকিপূর্ণ দায়িত্ব পালন উল্লেখ করে এসব কর্মীর ঝুঁকিভাতা মূল বেতনের ৫০% নির্ধারণ এবং পেনশন ১০০% করার প্রস্তাব করেছে সংগঠনটি। এ ছাড়া বার্ষিক ইনক্রিমেন্ট ১০% করার দাবি জানানো হয়।
ইউনিফর্ম, রেশন ও দায়িত্বকালীন দুর্ঘটনায় সুরক্ষার দাবি
এ ছাড়া প্রতি পাঁচ বছর অন্তর নতুন পে-কমিশন, ইউনিফর্মধারী কর্মীদের বছরে তিনবার ইউনিফর্ম ভাতা ও ধোলাই ভাতা, অন্যান্য বাহিনীর মতো রেশন সুবিধা এবং সরকারি দায়িত্ব পালনকালে আহত বা নিহত হলে তাৎক্ষণিক চিকিৎসা ও ক্ষতিপূরণ নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।
বিএফএ আশাবাদী, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী বনকর্মীদের ন্যায্য দাবি আগামী জাতীয় বেতনকাঠামোয় প্রতিফলিত হবে।

