নারী ওডিআই বিশ্বকাপের ১৩তম আসর থেকে বিদায় নিলেও গতি আর সুইংয়ের ঝলকানিতে ক্রিকেট বিশ্ব মাতিয়েছেন টাইগ্রেস পেস তারকা মারুফা আক্তার।
প্রতিপক্ষ ক্রিকেটাররাও তার সঙ্গে এসে কথা বলেছেন। সেই মারুফাকেই এবার দেখা গেল বলিউডের তারকা অভিনেতা আয়ুষ্মান খুরানার সঙ্গে।
আয়ুষ্মান খুরানা অভিনয়ের পাশাপাশি ইউনিসেফ ইন্ডিয়ার জাতীয় দূত হিসেবে কাজ করছেন। চলতি বিশ্বকাপে তাকে স্টেডিয়ামেও দেখা গেছে। ভারত-বাংলাদেশ ম্যাচের আগে তিনি মাঠে ট্রফি নিয়ে প্রবেশ করেন।
‘প্রমিজ টু চিলড্রেন’ প্রচারের অংশ হিসেবে এই অনুষ্ঠানে তিনি শিশু অধিকার ও কল্যাণে সবাইকে প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার আহ্বান জানান।
আজ বুধবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে সেই আয়ুষ্মানের সঙ্গেই একটি ছবি পোস্ট করেছেন মারুফা। ক্যাপশনে লিখেছেন, ‘অভিনেতার সাথে’। বাস, এটুকুই।
ছবিতে দুজনকে হাস্যোজ্জ্বল চেহারায় দেখা গেছে। তবে মারুফার পাশাপাশি জাতীয় নারী ক্রিকেট দলের আরও কয়েকজন আয়ুষ্মানের সঙ্গে ছবি পোস্ট করেছেন। উল্লেখ্য, এর আগে বলিউড নায়কদের সঙ্গে শুধু সাকিব আল হাসানাকেই দেখা গেছে।


