ঢাকা বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫

বড় সংগ্রহের পথে উইন্ডিজ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২৫, ০৬:৫৩ পিএম
শাই হোপ ও আলিক আথানেজ। ছবি- সংগৃহীত

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতে ধাক্কা খেয়েও শাই হোপ ও আলিক আথানেজের জুটিতে বড় সংগ্রহের পথে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

আজ বুধবার (২৯ অক্টোবর) বাংলাদেশ সময় খেলাটি শুরু হয় সন্ধ্যা ৬টায়। এই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ।

দলীয় ১ রানের মাথায় তাসকিন আহমেদের ওভারে ব্যক্তিগত শূন্য রানে ক্যাচ আউট হয়ে সাজঘরের পথ ধরেন উইন্ডিজ ওপেনার ব্র্যান্ডন কিং। ম্যাচের শুরুতে কিংয়ের উইকেট হারিয়ে চাপে পড়ে ক্যারিবিয়ানরা।

কিং আউট হয়ে ফিরলে ক্রিজে আসেন দলীয় অধিনায়ক শাই হোপ, দলের আরেক ওপেনার আলিক আথানেজকে সাথে নিয়ে শুরুর ধাক্কা সামলে ওঠে ওয়েস্ট ইন্ডিজ।

একের পর এক চার ছক্কা মেরে ৩০ বলে ব্যক্তিগত অর্ধশত পূরণ করেন ক্যারিবিয়ান ওপেনার আলিক আথানেজ।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ১০ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ৯৪ রান। ত্রিজে ৩০ বলে ৫০ রান নিয়ে খেলছে আলিক আথানেজ এবং ২৬ বলে ৪১ রান নিয়ে ব্যাট করছে শাই হোপ।

বল হাতে বাংলাদেশের হয়ে একমাত্র উইকেটটি নেন টাইগার পেসার তাসকিন আহমেদ।