আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে বরগুনা-২ (বেতাগী, বামনা ও পাথরঘাটা) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী, সমাজসেবক ও চিকিৎসক ডা. সুলতান আহমেদ বুধবার দুপুরে বেতাগীর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেন।
ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের মজলিসে শুরার অন্যতম সদস্য এবং ধানমন্ডি থানার নায়েবে আমির ডা. সুলতান আহমেদ তার জন্মভূমি বরগুনা-২ আসনে জনগণের সেবায় নিজেকে নিবেদিত করার অঙ্গীকার করেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী, বেতাগী উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এই মতবিনিময় সভায় প্রার্থীর সঙ্গে স্থানীয় জামায়াতের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন উপজেলা আমির সাইদুল ইসলাম সোহরাব, উপজেলা সেক্রেটারি প্রভাষক শাহাদাত হোসেন, পৌর জামায়াতের আমির আ. বারেক বিশ্বাস এবং পৌর সেক্রেটারি মো: মাছুম হোসেন মোল্লা।
চিকিৎসক হিসেবে দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে ডা. সুলতান আহমেদ তার বক্তব্যে এই অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা, জীবনযাত্রার মানোন্নয়ন এবং সুশাসনের ওপর সর্বাধিক গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, ‘আমি রাজনীতিতে এসেছি সেবার মানসিকতা নিয়ে। বরগুনা-২ আসনের উপকূলীয় অঞ্চলের স্বাস্থ্য, শিক্ষা ও যোগাযোগের যে দুর্বল পরিস্থিতি, তা আমাকে গভীরভাবে ব্যথিত করে। নির্বাচিত হলে মানসম্মত স্বাস্থ্যসেবা সকলের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, সরকারি অর্থের সঠিক বরাদ্দ ও স্বজনপ্রীতিমুক্ত বন্টন নিশ্চিত করা এবং আধুনিক অবকাঠামো নির্মাণ আমার প্রধান কাজ হবে।
তিনি দৃঢ় প্রত্যয়ের সঙ্গে তার নির্বাচনি এলাকার জনগণের সমস্যা সমাধানে সুনির্দিষ্ট পরিকল্পনার কথা জানান এবং সকল প্রকার দুর্নীতিমুক্ত প্রশাসন নিশ্চিত করার অঙ্গীকার করেন।
মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের এই সভাটিতে উপজেলার বিভিন্ন স্তরের সাংবাদিকগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। সাংবাদিকরা প্রার্থীর কাছে স্থানীয় নদীভাঙন, স্বাস্থ্যসেবার মান, বেকারত্ব এবং কৃষি সমস্যার স্থায়ী সমাধানের রূপরেখা জানতে চান। ডা. সুলতান আহমেদ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে প্রতিটি প্রশ্নের বিস্তারিত ও সুচিন্তিত জবাব দেন। তিনি আশ্বাস দেন যে, নির্বাচিত হলে তিনি জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ রেখে এলাকার উন্নয়নে কাজ করবেন।
স্থানীয় জামায়াত নেতারা মনে করেন, ডা. সুলতান আহমেদের এই প্রার্থিতা সাধারণ মানুষের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি করেছে এবং তারা আসন্ন নির্বাচনে তার বিজয় সম্পর্কে আশাবাদী।


