সম্প্রতি বিয়ারিং প্যাড পড়ে গিয়ে ফার্মগেটের যে স্থানে দুর্ঘটনা ঘটেছিল, সেখানে কিছুটা কম্পন হওয়ায় বুধবার রাত সোয়া ৯টা থেকে আগারগাঁও থেকে শাহবাগ অংশে মেট্রোরেল চলাচল বন্ধ করে দেওয়া হয়। সাময়িক সময়ের জন্য ট্রেন চলাচল বন্ধ ছিল। বৃহস্পতিবার সকাল থেকে অবশ্য পুরোদমে চলছে। স্বাভাবিক হয়েছে মেট্রো চলাচল।
তবে মতিঝিল থেকে শাহবাগ এবং উত্তরা থেকে আগারগাঁও অংশে আংশিকভাবে মেট্রোরেল চলাচল অব্যাহত ছিল। পরে রাতেই ডিএমটিসিএল কর্তৃপক্ষ বিভিন্ন স্থানে মেরামত কার্যক্রম পরিচালনা করে। বৃহস্পতিবার সকাল থেকেই স্বাভাবিক হয় মেট্রো চলাচল।
অবশ্য পুরো পথে মেট্রোরেল চালু হলেও ফার্মগেটে দুর্ঘটনাস্থলে তিন দিন ধরে ধীরগতিতে চলেছে মেট্রোরেল। সতর্কতার অংশ হিসেবেই দুর্ঘটনাস্থলে গতি কমিয়ে চালানো হয় বলে কর্তৃপক্ষ জানায়।

