ঢাকা বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫

চট্টগ্রামে র‌্যাবের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ২

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২৫, ০১:৩৬ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ সময় দুজনকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ভোরে এ অভিযান পরিচালনা করে র‌্যাব-৭ চট্টগ্রাম। সংস্থাটির অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নয়টি গুলিসহ আগ্নেয়াস্ত্র এবং বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। র‌্যাবের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।

লে. কর্নেল হাফিজুর রহমান আরও বলেন, ‘যেখানেই অবৈধ অস্ত্র ও সন্ত্রাসী কার্যক্রমের তথ্য পাওয়া যাবে, সেখানেই অভিযান পরিচালনা করা হবে।’

গ্রেপ্তার দুজনকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের মধ্যে কামালউদ্দিন নামে একজনের বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে বলেও জানান র‌্যাব কর্মকর্তা।