পিরোজপুরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা সেবনের অভিযোগে তিনজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ডিবির এসআই আতিকুর রহমান।
এর আগে বুধবার (২৯ অক্টোবর) বিকেলে পিরোজপুর সার্কিট হাউসের সামনে এ অভিযান পরিচালিত হয়। আটককৃতরা হলেন- পিরোজপুর শহরের খামকাটা এলাকার মোঃ রাজ্জাক খানের ছেলে মোঃ শাজাহান খান (৪০), শহরের কালিবাড়ি রোডের মোঃ জিল্লুর রহমানের ছেলে মোঃ সাজ্জাদ হোসেন (৪১) ও ভাইজোড়া এলাকার মোঃ হারুন সিকদারের ছেলে মোঃ নাজমুল (৩৮)।
আদালত পরিচালনা করেন পিরোজপুর সদর উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এস. এম. আল আমীন। তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুসারে মোঃ শাজাহান খানকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা, মোঃ সাজ্জাদ হোসেন ও মোঃ নাজমুলকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা করে জরিমানা প্রদান করেন।
অভিযানে নেতৃত্ব দেন পিরোজপুর জেলা ডিবির এসআই আতিকুর রহমান। তিনি জানান, সমাজ থেকে মাদক নির্মূলে পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসেরের নির্দেশনায় অভিযান অব্যাহত আছে এবং এ কার্যক্রম আরও জোরদার করা হবে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট এস.এম.আল আমীন বলেন, ‘মাদক শুধু ব্যক্তিকে নয়, পুরো সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। মাদক নির্মূলে প্রশাসনের অভিযান নিয়মিতভাবে চলবে, কাউকেই ছাড় দেওয়া হবে না।’
সম্প্রতি পিরোজপুর শহর ও আশপাশের এলাকায় মাদকবিরোধী অভিযান বাড়ানো হয়েছে, যা স্থানীয়দের মধ্যে প্রশংসা কুড়িয়েছে।


