ঢাকা বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫

যাত্রা বিরতিতে গাইবেন গানওয়ালারা

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২৫, ০২:৫৩ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ গ্রাফিক্স

স্রোতের বাইরে গান লিখে যারা ফেরি করে অল্প অল্প করে পৌঁছে দেন মন থেকে মনের গহীনে; সেসব গানের ফেরিওয়ালা কিংবা গানওয়ালাদের নিয়ে আগামীকাল বনানীর যাত্রা বিরতি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হবে ‘গানওয়ালাদের গান ২’।

আজব কারখানার পরিবেশনায় গত বছরের নভেম্বর মাসে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছিল এই কনসার্ট। বছর ঘুরে আবারও সেই আয়োজনের দ্বিতীয় মজমা নিয়ে আসছে প্রতিষ্ঠানটি।

এবারের আসরে গান করবেন ‘অন্য গ্রহের চাঁদ’, ‘তোমার পিছু ছাড়ব না’, ‘যদি আবার’, ‘তুমি আমার না হও’, ‘তুই আমার মন ভালো রে’, ‘বলোগো’ এর মতো অসংখ্য জনপ্রিয় গানের স্রষ্টা ও শিল্পীরা। তারা হলেন অটামনাল মুন, লাবিক কামাল গৌরব, খৈয়াম সানু সন্ধি, অ্যাঞ্জেল নূর, সোহান আলী, সাহস মোস্তাফিজ, নাহিদ হাসান ও সাদী শাহনেওয়াজ।

এ বিষয়ে আজব কারখানার কর্ণধার ও সংগীতশিল্পী জয় শাহরিয়ার বলেন, ‘গান কেউ লেখে, কেউ সুর করে, কেউ গায়। কিন্তু কেউ কেউ আছে, যারা গান লেখে, সুর করে এবং তা কণ্ঠে ধারণ করে। বিশ্বসংগীতে এদের নাম সিঙ্গার-সংরাইটার। এদের গানে থাকে স্বাতন্ত্র্য, থাকে আলাদা দর্শন।

বব ডিলান থেকে কবীর সুমন কিংবা পিট সিগার থেকে সঞ্জীব চৌধুরী–তাদের গানের উত্তরসূরিদের বিচরণ বাংলা গানে ছিল, আছে, থাকবে। এদের বাংলায় আমরা নাম দিয়েছি গানওয়ালা। তাদের নিয়েই আজব কারখানার আয়োজন ‘গানওয়ালাদের গান’। আজবের আজব এই আয়োজন গত বছর প্রথমবারের মতো আলোর মুখ দেখে। সেই ধারাবাহিকতায় এবার হতে চলেছে দ্বিতীয় কিস্তি ‘গানওয়ালাদের গান-২’।”

আয়োজন চলবে বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত। সাধারণ দর্শকের জন্য টিকিট মূল্য ৭০০ টাকা, শিক্ষার্থীদের জন্য ৫০০ টাকা।