জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ’র মৃত্যুকে পরিকল্পিত হত্যা দাবি করে সম্প্রতি রমনা থানায় নতুন করে হত্যা মামলা করেছে তার পরিবার। মামলাটিতে সালমানের সাবেক স্ত্রী সামিরা হককে প্রধান আসামি করা হয়েছে। এ ছাড়া গডফাদার হিসেবে পরিচিত আজিজ মোহাম্মদ ভাই, অভিনেতা ডনসহ মোট ১১ জনকে আসামি করা হয়েছে।
হত্যা মামলার সুষ্ঠু তদন্ত ও আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভে নেমেছেন সালমানপ্রেমীরা। এ দাবিতেই আগামী শনিবার (১ নভেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটে ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত হবে মানববন্ধন কর্মসূচি। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সালমান শাহ’র ভক্তরা অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন।
আয়োজক সংগঠন সালমান শাহ’র ভক্তবৃন্দ জানায়, মৃত্যুর প্রায় তিন দশক পরও রহস্যের জট খোলেনি। পরিবারের অভিযোগ থাকলেও প্রকৃত অপরাধীরা আইনের আওতায় আসেনি। সম্প্রতিসময়ে দায়ের হওয়া হত্যা মামলার দ্রুত তদন্ত ও বিচার নিশ্চিত করতেই এই কর্মসূচি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে ভক্তরা মানববন্ধনে যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছেন।
আয়োজক কমিটির একজন সদস্য বলেন, সালমান শাহ শুধু একজন তারকা নন, তিনি বাংলাদেশের সিনেমার নবজাগরণের প্রতীক। তার মৃত্যুর রহস্য আজও অমীমাংসিত, যা আমাদের কষ্ট দেয়। রাষ্ট্র ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আমরা সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিতের দাবি জানাচ্ছি।
উল্লেখ্য, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনের বাসায় রহস্যজনকভাবে মারা যান সালমান শাহ। শুরুতে ঘটনাটি আত্মহত্যা বলে প্রচার করা হলেও পরিবার ও ভক্তরা সবসময়ই এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করে আসছেন।


