খাগড়াছড়ি জেলার সদর উপজেলার পান বাজার এলাকায় একটি টিনশেড গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।
জেলা কমান্ড্যান্ট মো. আরিফুর রহমানের নির্দেশনায় সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তাদের তত্ত্বাবধানে প্রথমে ১৩ জন হিল আনসার সদস্য পৌঁছে প্রাথমিক উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। পরে দ্বিতীয় রেসপন্স হিসেবে খাগড়াছড়ি আনসার ব্যাটালিয়নের ২৩ জন সদস্য এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা সমন্বিতভাবে আগুন নিয়ন্ত্রণে অংশগ্রহণ করেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। আগুনে গোডাউনসহ পার্শ্ববর্তী আরও তিনটি গোডাউনের মালামাল সম্পূর্ণভাবে পুড়ে গেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
স্থানীয়রা আনসার-ভিডিপি সদস্যদের সাহসিক ও তাৎক্ষণিক পদক্ষেপের প্রশংসা করেছেন। এ ঘটনায় তাদের দুর্যোগে মানবিক সেবা ও জনমঙ্গলমুখী ভূমিকা আবারও প্রকাশ পেয়েছে।


