ঢাকা শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫

ট্যুর শেষ করে বাড়ি ফেরা হলো না ইন্টারনেট ব্যবসায়ীর

মেডিকেল প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২৫, ০৯:২৭ পিএম
হাসপাতালে আব্দুল মজিদের মরদেহ। ছবি- সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ী, ডাচ বাংলা মোড়ে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সন্ধ্যা সাতটার দিকে মোটরসাইকেল আরোহী আব্দুল মজিদ (৬০) সিএনজির ধাক্কায় নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের পার্টনার পবিত্র কুমার জানান, ‘আমরা ইন্টারনেট ব্যবসায় কাজ করি। গত বৃহস্পতিবার চারজন দুই মোটরসাইকেল নিয়ে ট্যুরে বের হই। ট্যুর থেকে বাড়ি ফেরার পথে যাত্রাবাড়ীর ডাচ বাংলা মোড়ে একটি সিএনজির ধাক্কায় আব্দুল মজিদ মোটরসাইকেল থেকে পড়ে গুরুতর আহত হন। পরে আমরা তাকে উদ্ধার করে ঢামেকে নিয়ে আসি, চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

আহতের পার্টনার আরও জানান, আব্দুল মজিদ যশোর জেলার চৌগাছা থানার জামালতা গ্রামের নুর ইসলামের সন্তান এবং তিনি দুই সন্তানের জনক ছিলেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।