২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফরম পূরণ আগামী ৩১ ডিসেম্বর থেকে শুরু হবে। এর আগে নির্বাচনি পরীক্ষা শেষ করে ফলাফল ৩০ ডিসেম্বরের মধ্যে প্রকাশ করতে হবে বলে নির্দেশ দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এসএসসি পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের অবশ্যই নির্বাচনি পরীক্ষা সম্পন্ন করে নির্ধারিত সময়ের মধ্যে ফলাফল প্রকাশ করতে হবে। এর পরদিন থেকেই ফরম পূরণের কার্যক্রম শুরু হবে।
এ ছাড়া বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ফরম পূরণের বিস্তারিত সময়সূচি ও নির্দেশনা পরবর্তীতে ঢাকা শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
বোর্ড সূত্রে জানা গেছে, এবারও ফরম পূরণের সব প্রক্রিয়া অনলাইনের মাধ্যমে সম্পন্ন করা হবে। সময়মতো ফরম পূরণে ব্যর্থ হলে কোনো শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না।
শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের আহ্বান জানিয়েছে।


