ঢাকা বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫

বিয়ের পরদিনই বউ নিয়ে ওমরাহ পালনে সংগীত পরিচালক

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২৫, ০২:২২ পিএম
জাহিদ নিরব ও তার স্ত্রী সূচনা তাসনীম। ছবি- সংগৃহীত

চিরকুট ব্যান্ডের একসময়ের কীবোর্ডিস্ট, সুরকার ও গায়ক জাহিদ নিরব বিয়ে করেছেন। ২৩ অক্টোবর রাতে ঢাকার নিকেতনে নিজের বাসায় দুই পরিবারের অল্প কয়েকজন উপস্থিত থেকে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। খবরটি নিশ্চিত করেছেন জাহিদ নিরব নিজেই।

নববধূ সূচনা তাসনীম রূপচর্চাবিষয়ক একটি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী। বিয়ের পরদিনই তারা সৌদি আরবের মক্কায় ওমরাহ পালনে গেছেন।

জাহিদ নিরব জানান, আমাদের বন্ধুত্বের সম্পর্ক ১১ বছরের। সবসময় পাশে থেকেছে, ছিল এক ধরনের ভরসা। কিছুদিন আগে সম্পর্কটাকে জীবনের পথে সঙ্গী করার ইচ্ছা থেকে তাকে প্রস্তাব দিয়েছি। ৩৮ দিনের প্রেমের পরে আমরা বিয়ের সিদ্ধান্ত নিই।

নিজেদের ঘরোয়া আয়োজনে বিয়ে সম্পন্ন করে তারা মক্কার পথে রওনা হয়েছেন।

নিরব বলেন, ইচ্ছে ছিল বিয়ের পর স্ত্রীকে নিয়ে ওমরাহ আসব। ভিসা হাতে পাওয়ার সঙ্গে সঙ্গেই দুই পরিবারের কয়েকজনকে নিয়ে আয়োজন সম্পন্ন করেছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন।

বিয়েতে উকিল হিসেবে ছিলেন নাটকের পরিচিত মুখ জিয়াউল হক পলাশ।

নিরব জানান, জীবনের এই গুরুত্বপূর্ণ যাত্রায় পলাশকে পাশে পেয়ে তিনি খুশি।

সংগীতের দিক থেকে নিরবের পরিচিতি কেবল ব্যান্ডে নয়; ২০১৮ সাল থেকে তিনি প্রায় তিন শতাধিক বিজ্ঞাপনের মিউজিক করেছেন। শুধু বিজ্ঞাপনের আবহসংগীত নয়, ‘ক্লোজআপ কাছে আসার গল্প’, শর্ট ফিল্ম এবং ফিকশনেও তাঁর আবহসংগীতের কাজ প্রশংসিত।

তিনি ওয়েব ফিল্মের জগতেও সক্রিয়; ‘মহানগর’, ‘মুন্সিগিরি’, ‘দ্য ডার্ক সাইড অব ঢাকা’-এর মতো ওয়েব ফিল্মের আবহসংগীত করেছেন। সিনেমাতেও নাম লিখিয়েছেন নিরব; আলোচিত ‘পরাণ’-এর আবহসংগীত তাঁর, এছাড়া ‘পদ্মপুরাণ’ সিনেমার আবহসংগীত এবং থিম সং ‘শোনাতে এসেছি আজ পদ্মাপুরাণ’-এর কম্পোজিশন করেছেন।

বর্তমানে তিনি পরী মণির ‘প্রীতিলতা’ এবং আরিফিন শুভর ‘নূর’ সিনেমার আবহসংগীতের কাজ করছেন। পারিবারিকভাবেই সংগীতের জগতে যাত্রা শুরু করা নিরবের সংগীত শিক্ষা পেয়েছেন তার বাবার হাত ধরে।