ঢাকা বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫

রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

পূর্বাচল প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২৫, ০৪:৩৯ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে চার মাসের বকেয়া বেতনের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন প্রিমিয়ার স্টিল অ্যান্ড রোলিং মিলস (পিএসআরএম)-এর শ্রমিকরা। বুধবার (২৯ অক্টোবর) দুপুর ২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত উপজেলার বরপা এলাকায় এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

শ্রমিকরা জানান, প্রায় দুই শতাধিক শ্রমিক এ কারখানায় কর্মরত রয়েছেন। গত চার মাস ধরে বেতন না পেয়ে তারা চরম অর্থকষ্টে রয়েছেন। মালিকপক্ষের সঙ্গে একাধিকবার আলোচনার পরও বকেয়া পরিশোধের কোনো নিশ্চয়তা না মেলায় তারা বাধ্য হয়ে আন্দোলনে নেমেছেন।

বিক্ষুব্ধ শ্রমিকরা দুপুর ১টার দিকে কারখানার ভেতরে বিক্ষোভ শুরু করে পরে মহাসড়কে নেমে বিদ্যুতের খুঁটি ফেলে ও টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে। এতে ঢাকা-সিলেট মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দূরপাল্লার যানবাহনসহ স্থানীয় যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে মালিকপক্ষ শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দিলে বিকেল সাড়ে ৩টার দিকে শ্রমিকরা অবরোধ তুলে নেয়। এরপর ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।