ঢাকা বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫

নির্বাচনের তারিখ ঘোষণা হবে ডিসেম্বরের প্রথম সপ্তাহে

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২৫, ০৭:০৯ পিএম
প্রেস সচিব শফিকুল আলম। ছবি- সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে ডিসেম্বরের প্রথম সপ্তাহে। এ লক্ষ্যে নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে আগামী ১৫ নভেম্বরের মধ্যে সব প্রস্তুতি শেষ করার নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (২৯ অক্টোবর) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই তথ্য জানান।

প্রেস সচিব জানায়, আগামী ১ নভেম্বর থেকে নির্বাচনকালীন পদায়ন কার্যক্রম শুরু হবে। জেলা প্রশাসকের দায়িত্ব বণ্টনের জন্য ৬৪ জেলার তালিকা প্রস্তুত করা হয়েছে। পদায়নে শ্বশুরবাড়ি বা আত্মীয়-স্বজনদের এলাকায় কেউ দায়িত্ব পাবেন না। এ ছাড়া গত তিন নির্বাচনে যারা রিটার্নিং অফিসার, পোলিং এজেন্ট বা প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করেছেন, তাদের এবারের নির্বাচনে রাখা হবে না।

শফিকুল আলম বলেন, ‘নির্বাচনের সময় দেশের ভেতরে এবং বাইরে থেকে সামাজিক মাধ্যমে এআই ব্যবহার করে নানা অপপ্রচার চালানো হতে পারে। প্রধান উপদেষ্টা এ ধরনের পরিস্থিতি প্রতিরোধের নির্দেশনা দিয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনী যেকোনো পরিস্থিতি মোকাবিলার জন্য সম্পূর্ণ প্রস্তুত। পাশাপাশি মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন রোধে একটি কমিটিও গঠন করা হবে।’

প্রেস সচিব প্রধান উপদেষ্টার বরাত দিয়ে বলেন, ‘নির্বাচন বানচালের চেষ্টা দেশের ভেতর থেকে এবং বাইরে থেকে করা হবে। বড় শক্তি নিয়েই তারা এটি করবে। হঠাৎ করে আক্রমণও হতে পারে। এই নির্বাচন চ্যালেঞ্জিং হবে, তবে যেকোনো ঝড়-ঝাপ্টা মোকাবিলা করে আমাদের নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করতে হবে।’

নির্বাচনের সময় মাঠ প্রশাসনের কর্মকর্তা নিয়োগের ক্ষেত্রে নিজ বা শ্বশুরবাড়ি এলাকায় যেন কারও পোস্টিং না হয় এবং কোনো এলাকায় আত্মীয়-স্বজন নির্বাচনে দাঁড়ালে সেখানেও যেন পদায়ন না হয় সে বিষয়ে প্রধান উপদেষ্টা নির্দেশনা দিয়েছেন বলেও জানান তিনি।

প্রধান উপদেষ্টা বলেছেন, সবচেয়ে যোগ্য লোকগুলোকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকায় নিয়োগ করতে হবে। বিগত তিনটি নির্বাচনে ডিসি, এডিসি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করা কর্মকর্তাদের এবারের নির্বাচনে যুক্ত না রাখার সিদ্ধান্ত হয়েছে বলে জানান প্রেস সচিব।

তিনি বলেন, যিনি গত তিনটা ইলেকশনে ইনভলভ ছিলেন সেখানে তারা রিটার্নিং অফিসার হোন, পোলিং অফিসার হোন বা অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার হোন, তিনটা ইলেকশনে এদের যদি মিনিমামও রোল থাকে, তাদেরকে নির্বাচনে যুক্ত করা যাবে না। 

তিনি আরও বলেন, ‘সোশ্যাল মিডিয়া নিয়ে যথেষ্ট আলাপ হয়েছে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা জানেন, কীভাবে মিসইনফরমেশন ডিসইনফরমেশন ছড়ানো হচ্ছে। সেটা নিয়ে আজকের বৈঠকে বড় ধরনের আলাপ হয়। দুইটা কমিটি করার কথা বলা হয়। একটা হচ্ছে, সেন্ট্রাল কোঅর্ডিনেশন কমিটি। যারা এই পুরো কোঅর্ডিনেশনটা করবেন। এই সেন্ট্রাল কোঅর্ডিনেশন কমিটিটা যাতে একদম উপজেলা পর্যন্ত থাকে, সে নির্দেশনা দেওয়া হয়েছে।’

প্রেস সচিব বলেন, বিটিভির একটা সংসদ টেলিভিশন ছিল, এখন যেহেতু সংসদ নেই, সেজন্য সংসদ টিভিকে ইউজ করে ইলেকশন রিলেটেড যতগুলো মেটেরিয়ালস আছে, সেগুলো এরা দিতে চাচ্ছে।