ঢাকা বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫

মুক্ত গণমাধ্যম মঞ্চের জুলাই স্মারকের মোড়ক উন্মোচন

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২৫, ০৬:০৫ পিএম
মুক্ত গণমাধ্যম মঞ্চের জুলাই স্মারকের মোড়ক উন্মোচন। ছবি- সংগৃহীত

মুক্ত গণমাধ্যম মঞ্চের ‘গণমাধ্যমের জুলাই আত্মদান’ স্মারকের মোড়ক উন্মোচন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুরশিদ স্মারকের মোড়ক উন্মোচন করেন।

বুধবার (২৯ অক্টোবর) রাজধানীর একটি মিলনায়তনে ‘জুলাই সংলাপ’ ও স্মারক মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শারমিন এস মুরশিদ বলেন, ‘চব্বিশের তরুণরা একাত্তরের শহীদদের উত্তরসূরী। ২০২৪ সালে দেশের মোড় ঘুরে গেছে। সাম্য, মানবিক মর্যাদা ও আলোকিত সমাজের স্বপ্নে একাত্তর ও চব্বিশের তরুণরা ছিল অনুপ্রেরণার প্রতীক।’

অনুষ্ঠানের সঞ্চালনা করেন মুক্ত গণমাধ্যম মঞ্চের মুখপাত্র মোহাম্মদ আবদুল্লাহ মজুমদার এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আক্তারুজ্জামান। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা লে. কর্নেল (অব.) কামাল আকবর, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ড. হেলাল উদ্দিন এবং এনসিপির যুগ্ম সদস্য সচিব ফরিদুল হক।

শহীদ সাংবাদিক তাহির জামান প্রিয়’র মা শামসি আরা জামান শহীদ পরিবারের প্রতিনিধি হিসেবে অনুষ্ঠানে অংশ নেন। তিনি স্মৃতিচারণা করতে গিয়ে সাংবাদিক সমাজকে বৈষম্যহীন ও ন্যায্য সমাজ প্রতিষ্ঠায় অবদান রাখার আহ্বান জানান।

বক্তারা বলেন, জুলাই আকাঙ্ক্ষাকে বাঁচিয়ে রাখার প্রধান শক্তি হবেন সাংবাদিকরা। তারা জাতির বিবেক হিসেবে সত্য, ন্যায় ও স্বাধীনতার পক্ষে থেকে আগামীর বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। বক্তারা আরও বলেন, সাংবাদিকদের লেখনী স্বৈরাচার ঠেকাতে পারে, তাই শহীদ সাংবাদিকদের ত্যাগ যেন বৃথা না যায়, সেদিকে সবাইকে সচেতন থাকতে হবে।

অনুষ্ঠানে শহীদ পরিবার, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।