জুলাই গণঅভ্যুত্থানে আহত না হয়েও ‘জুলাই যোদ্ধা’ হিসেবে তালিকাভুক্ত হওয়া ১২৮ জনের গেজেট বাতিল করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। এদের মধ্যে ২৩ জনের নাম দ্বৈত গেজেটে ছিল, আর ১০৫ জন আহত নন বা আন্দোলনে সম্পৃক্ত ছিলেন না।
বুধবার (২৯ অক্টোবর) মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলা কমিটির সুপারিশ অনুযায়ী যাচাইবাছাই শেষে দেখা গেছে, জুলাই গণঅভ্যুত্থানে প্রকাশিত আহতদের তালিকায় কিছু নাম প্রকৃত যোদ্ধা নন। কেউ কেউ আন্দোলনে অংশ নেননি বা আহতও হননি, আবার কয়েকজনের নাম একাধিকবার গেজেটে এসেছে। এসব অনিয়মের কারণে সংশ্লিষ্টদের গেজেট বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মন্ত্রণালয় জানায়, মোট ১২৮ জনের মধ্যে দ্বৈত গেজেটের কারণে ২৩ জন এবং আন্দোলনে সম্পৃক্ত না থাকা বা আহত না হওয়ায় ১০৫ জনের গেজেট বাতিল করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
বিভাগ ভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, বাতিল হওয়া গেজেটধারীদের মধ্যে চট্টগ্রাম বিভাগের ৩৯ জন, সিলেটের ২৭ জন, ময়মনসিংহের ২১ জন, ঢাকার ১৪ জন, রাজশাহীর ১৩ জন, খুলনার ৯ জন, রংপুরের ৩ জন ও বরিশালের ২ জন রয়েছেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যারা প্রতারণার মাধ্যমে জুলাই যোদ্ধা হিসেবে তালিকাভুক্ত হয়েছেন, এবং যাদের সহায়তায় এ অনিয়ম ঘটেছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে গত ৩ আগস্ট শহীদদের তালিকা থেকে আটজনের নাম বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছিল মন্ত্রণালয়।
-20250829080208.webp)

