ঢাকা বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫

ফটিকছড়িতে শিশুকন্যাকে হত্যার পর মায়ের আত্মহত্যা

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২৫, ০৭:০৫ পিএম
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে মা ও কন্যার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। ছবি- রূপালী বাংলাদেশ

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা সদরের বিবিরহাট বাজারে ভাড়া বাসায় ১৬ মাসের শিশুকন্যাকে বালিশচাপা দিয়ে হত্যার পর নিজেও গলায় ওড়না প্যাঁচিয়ে আত্মহত্যা করেছেন আফরোজা আফরিন (৩০) নামের এক গৃহবধূ।

বুধবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের পাশে কামাল ভবনের নিচতলায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে দুপুর ১২টার দিকে ফটিকছড়ি থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে মা ও কন্যার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহত শিশুর নাম আতকিয়া আয়েশা।

স্থানীয় সূত্রে জানা যায়, ভবন মালিক কামাল উদ্দিনের ছেলে এনজিও কর্মী আনোয়ার হোসেন বিপলুর স্ত্রী আফরোজা আফরিন শিশুকন্যা ও শ্বশুর কামাল উদ্দিনকে নিয়ে ওই ভবনের নিচতলায় ভাড়া থাকতেন।

চাকরির সুবাদে স্বামী আনোয়ার হোসেন বিপলু বর্তমানে বাঁশখালীতে অবস্থান করছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১১টার দিকে আফরোজা শয়নকক্ষের দরজা ভেতর থেকে বন্ধ করে দেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শ্বশুর কামাল উদ্দিন ডাকাডাকি করেও সাড়া না পেয়ে পাশের জানালা দিয়ে উঁকি দেন। এ সময় ভেতরে মর্মান্তিক দৃশ্য দেখে চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে আসেন। পরে পুলিশ এসে দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় গৃহবধূর মরদেহ এবং বিছানায় শিশুর নিথর দেহ উদ্ধার করে।

ফটিকছড়ি থানার ওসি নুর আহমদ বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে রুমের দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় গৃহবধূর মরদেহ এবং বিছানায় শিশুকন্যার মৃতদেহ উদ্ধার করা হয়।’

তিনি জানান, শ্বশুরপক্ষের লোকজন দাবি করছেন গৃহবধূ মানসিকভাবে অসুস্থ ছিলেন। তবে ঘটনার গুরুত্ব বিবেচনায় পুলিশ পুঙ্খানুপুঙ্খ তদন্ত করছে। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।