ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে থানায় মামলা হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) কালীগঞ্জ থানায় মামলা নম্বর-১৭ হিসেবে এটি নথিভুক্ত করা হয়। অভিযুক্ত উজ্জ্বল মুসল্লি (৩০) উপজেলার বড় তালিয়ান গ্রামের মৃত সাহাৎ মুসল্লির ছেলে। মামলাটি দায়ের করেছেন ভিকটিম শিক্ষার্থীর বাবা সুভাষ চন্দ্র বসু।
এজাহারে অভিযোগ করা হয়, সোমবার (২৭ অক্টোবর) বিকেলে স্কুল ও প্রাইভেট শেষে কোলা বাজার থেকে ভ্যানে বাড়ি ফেরার সময় একই ভ্যানে উঠে উজ্জ্বল মুসল্লি। পথিমধ্যে পারখালকুলা গ্রামের শিব মন্দিরসংলগ্ন পাকা সড়কে পৌঁছালে উজ্জ্বল শিক্ষার্থীর শরীরের স্পর্শকাতর বেশ কয়েকটি স্থানে হাত দেন। এ সময় ছাত্রীটি চিৎকার করলে স্থানীয় লোকজন ছুটে আসে। তাদের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত স্থান ত্যাগ করেন।
যাওয়ার সময় সে শিক্ষার্থীকে হুমকি দেন, বিষয়টি কাউকে বললে পরিবারের সদস্যদের খুন করে ফেলা হবে।
ঘটনার পরদিন ভিকটিমের বাবা থানায় মামলা দায়ের করেন।
কালীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম জানান, বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। আসামিকে গ্রেপ্তারের অভিযান চলছে। খুব দ্রুত তাকে আইনের আওতায় আনা হবে।


