ঢাকা বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫

সিলেটে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষিকার মৃত্যু

সিলেট ব্যুরো
প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২৫, ০৪:৪৬ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

সিলেটের কানাইঘাট উপজেলায় স্কুলে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় এক সহকারী শিক্ষিকার মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) সকালে গাছবাড়ি-হরিপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষিকা মিসেস ফাতেমা বেগম কানাইঘাট উপজেলার গাছবাড়ি এলাকার নারায়নপুর গ্রামের শাহনেওয়াজ খসরুর স্ত্রী। তিনি নারায়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে সিলেট শহর থেকে গাছবাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেন ফাতেমা বেগম। পথে গাছবাড়ি-হরিপুর সড়কে একটি সিএনজি চালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ফাতেমা বেগম গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত উদ্ধার করে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ দুর্ঘটনায় একই অটোরিকশায় থাকা দলাইকান্দি গ্রামের শালিক আহমদ গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আউয়াল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নিহত শিক্ষিকার মৃত্যুতে শিক্ষা প্রতিষ্ঠান ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।