ঢাকা মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

‘ভেবেছিলাম ৩০-এর পর বিয়ে করে সংসার করব’

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২৫, ০২:৫৬ পিএম
বলিউড অভিনেত্রী তামান্না ভাটিয়া। ছবি - সংগৃহীত

বলিউড অভিনেত্রী তামান্না ভাটিয়া সম্প্রতি ফিল্মফেয়ারের সঙ্গে এক সাক্ষাৎকারে ৩০-এর দশকে পা দেওয়া নারীদের প্রতি ইন্ডাস্ট্রির দৃষ্টিভঙ্গির পরিবর্তন এবং পর্দায় পরিপক্ব চরিত্রের উদযাপনের কথা জানিয়েছেন। তিনি বলেছেন, বর্তমানে এই বয়সের নারীদের জন্য জটিল, গভীর ও আকর্ষণীয় চরিত্র লেখা হচ্ছে, যা আগে দেখা যেত না।

তামান্না তার অভিনয় যাত্রা নিয়ে বলেন, ‘যখন আমি ইন্ডাস্ট্রিতে প্রবেশ করেছিলাম, তখন আমার একটি ১০ বছরের পরিকল্পনা ছিল। আমি ভেবেছিলাম- এখন কাজ শুরু করব, ৩০-এর পর বিয়ে করে সংসার করব। কারণ তখন পরের বয়সের নারীদের জন্য তেমন চরিত্র লেখা হতো না। কিন্তু ভালো দিক হলো, যখন আমি ২৭-২৮-এর কোঠায় এসে নিজেকে খুঁজে পেয়েছি, তখনই ইন্ডাস্ট্রিতে আমাদের বয়সের নারীদের জন্য দারুণ চরিত্র লেখা শুরু হয়েছে।’

তিনি বয়স এবং অভিজ্ঞতার গুরুত্বের কথাও উল্লেখ করেন। তামান্না বলেন, ‘মানুষ বয়সকে ভয় পায় কেন? এমনভাবে বার্ধক্য নিয়ে কথা বলা হয় যেন এটি কোনো রোগ। অথচ বয়স অসাধারণ। এতে আসে অভিজ্ঞতা, পরিপক্বতা- সবকিছুই তো বয়স বাড়ার সঙ্গে আসে।’

তামান্নার আসন্ন প্রকল্পগুলোও প্রতিশ্রুতিবদ্ধ। তিনি শহীদ কাপুরের সঙ্গে বিশাল ভরদ্বাজের অ্যাকশন থ্রিলার ‘ও রোমি’-এ দেখা যাবে, এ বছরের শেষ বা ২০২৬ সালের শুরুর দিকে।

এছাড়া তিনি সিদ্ধার্থ মালহোত্রার বিপরীতে বালাজি মোশন পিকচার্স ও টিভিএফ-এর প্রযোজনায় পৌরাণিক/লোক থ্রিলার ‘Vvan—Force of the Forest’-এ অভিনয় করবেন, যার চিত্রগ্রহণ এ বছরের জুনে শুরু হয়ে ২০২৬ সালের মে মাসে মুক্তি পাবে।

রোহিত শেঠির কপ ইউনিভার্সের একটি বায়োপিক-ধাঁচের অ্যাকশন ছবিতে তামান্না মুম্বাইয়ের প্রাক্তন পুলিশ কমিশনার রাকেশ মারিয়ার স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন। পাশাপাশি তিনি আনিস বাজমির কমেডি সিক্যুয়েল ‘নো এন্ট্রি ২’-তেও যোগ দেবেন, যেখানে বরুণ ধাওয়ান মুখ্য ভূমিকায় থাকবেন।

নেটফ্লিক্সের ‘লাস্ট স্টোরিজ ২’ এবং গত বছর ‘স্ত্রী ২’-এর ‘আজ কি রাত’ গান দিয়ে দর্শকরা নতুনভাবে তামান্নাকে আবিষ্কার করেছেন। দক্ষিণ এবং হিন্দি- উভয় ইন্ডাস্ট্রিতেই জনপ্রিয় এই অভিনেত্রী বলেন, ‘এখন আর ৩০-এর দশকের নারীদের পাশে ‘সাইড চরিত্র’ ট্যাগটা লাগানো হয় না। বরং আমাদের বয়সের জন্য লেখা হচ্ছে জটিল, শক্তিশালী চরিত্র। এটি একটি যুগান্তকারী পরিবর্তন।’

তামান্না ভাটিয়া তার অভিজ্ঞতা থেকে বলছেন, বয়স এবং অভিজ্ঞতার সঙ্গে কাজ করার আনন্দ উপভোগ করা উচিত, কারণ এটি শুধু অভিনয়কে নয়, ব্যক্তিগত জীবকেও সমৃদ্ধ করে।

তার মতে, বলিউডের নারীরা এখন নিজের বয়স এবং ক্ষমতার সঙ্গে নিজের জায়গা তৈরি করতে পারছেন।